কংগ্রেসে বিল পাশ
আদমশুমারিতে অভিবাসীরা বাদ
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:০৫ এএম, ১৮ মে ২০২৪ শনিবার

নন-সিটিজেন ইমিগ্রান্টদের আদমশুমারিতে অন্তর্ভূক্ত না করার একটি বিল পাশ করেছে কংগ্রেসের রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউজ। এতে আদমশুমারি ফরমে ‘সিটিজেনশীপ সংক্রান্ত’ প্রশ্ন সংযোজন করা হয়েছে। বিলে আমেরিকার মূল জনগোষ্ঠীর হিসাব থেকে নন-সিটিজেনদের বাইরে রাখা হয়েছে। গত সপ্তাহে হাউজে ২০৬-২০২ ভোটে এ বিলটি পাশ হয়েছে। তবে আমেরিকান রাজনীতিকরা বলছেন, বিলটি ডেমোক্র্যাট মেজোরিটি সিনেটে গেলে তা পাশ হবে না। আর পাশ হলেও প্রেসিডেন্ট বাইডেন তাতে ভেটো দেবেন বলে আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছেন।
সিটিজেন, নন-সিটিজেন এমনকি কাগজপত্রহীন ইমিগ্রান্টদের যোগ করেই আমেরিকার অফিসিয়াল জনগোষ্ঠীর সংখ্যা বিবেচিত হয়। ১৭৯০ সালে আদমশুমারি শুরু হবার পর থেকেই সিটিজেন ও নন-সিটিজেনরা যুক্তরাষ্ট্রের জনগোষ্ঠী হিসেবে বিবেচিত হচ্ছে। যা সংবিধানের সংশোধনীতেও রয়েছে।
বিলটি হাউজে পাশকালে বিতর্কে অংশ নেন লুইজিয়ানার রিপাবলিক্যান কংগ্রেসম্যান গ্যারেট গ্রেভস ও টেনেসির টিম বারচেট। তারা বলেন, নন-সিটিজেনদের আদমশুমারিতে সংযোজন করে কিছু স্টেট বেশি কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ও ইলেকটোরাল ভোট পাচ্ছে। যা ডেমোক্র্যাটদের সুবিধা দিচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন ও হাউজ কন্ট্রোলে। অবৈধদের গণনায় এনে আমেরিকার রাজনীতিতে প্রভাব বিস্তারের সুযোগ দেয়া যায় না।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ২০২০ সালের আদমশুমারিতে ‘সিটিজেনশীপ’ প্রশ্নটি সংযোজন করতে চেয়েছিল। কিন্তু সুপ্রীম কোর্ট সে উদ্যোগ আটকে দেয়।
মেরিল্যান্ড থেকে নির্বাচিত ডেমোক্র্যাটিক কংগ্রেম্যান জেমি রাসকিন বলেছেন, বিলটি সংবিধানের ১৪তম সংশোধনীর পরিপন্থী। বিলটি ইমিগ্রান্ট কমিউিনিটিকে আঘাত করবে। তাছাড়া আদমশুমারির যথার্থতা নিয়েও প্রশ্ন উঠবে।