শনিবার   ০৮ নভেম্বর ২০২৫   কার্তিক ২৩ ১৪৩২   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর ছাত্রলীগের নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার

নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি অনুযায়ী দিনটি পালন করবে জেলা ও মহানগর ছাত্রলীগ।

শুক্রবার (৪ জানুয়ারি) সকালে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে ছাত্রলীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে বিশাল র‌্যালির আয়োজন করা হয়েছে বলেও জানিয়েছে জেলা ও মহানগর ছাত্রলীগ। শুক্রবার দুপুরে শহরের মূল সড়কে জেলা ও মহানগর ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ এই র‌্যালিতে অংশগ্রহন করবে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের দেয়া প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী সকল কার্যক্রম গ্রহন করা হয়েছে। কেবল মিছিলের সময়টা পরিবর্তন হবে। আগামীকাল দুপুর ৩টায় তোলারাম কলেজ থেকে র‌্যালিটি বের হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে ২ নম্বর রেল গেইটে অবস্থিত আওয়ামীলীগের কার্যালয়ে সামনে দাড়াবে। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর র‌্যালিটি শহীদ মিনারের সামনে এসে শেষ হবে। এছাড়া কেক কেটে দিনটি উদযাপন করা হবে।’

তিনি আরও বলেন, ‘কেক কাটা থেকে শুরু করে সকল কার্যক্রমেই জেলা ও মহানগরের সকল ইউনিটের সদস্যরা অংশগ্রহন করবে।’