আমরা এখন পুলিশ ফোর্স নই, পুলিশ সার্ভিস: এসপি হারুন
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার

জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, ‘আমরা এখন আর পুলিশ ফোর্স নই, আমরা পুলিশ সার্ভিসে পরিণত হয়েছি। আপনারা দেখেছেন, প্রতিটি কেন্দ্রে আমরা ১ জন পুলিশ দিয়ে নিরাপত্তা দিয়েছি, আজ যদি আমরা ৩ জন পুলিশ দিয়ে নিরাপত্তা দিতে পারতাম তাহলে আরও ভাল করতে পারতাম।’
বুধবার (২ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন মাঠে জেলা পুলিশের উদ্যোগে নববর্ষ উপলক্ষ্যে আনন্দ সন্ধ্যায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক-আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
তিনি আরও বলেন, ‘জাতির জনকের কন্যার নেতৃত্বে দেশ, শিল্প-কারখানা এগিয়ে যাচ্ছে, বেকারত্বের সমাধান হচ্ছে। আজকে যদি উন্নয়নের ধারবাহিকতা রক্ষা করতে হয় তাহলে স্বাধীনতার পক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে হবে আর জনগণ তা করে দেখিয়েছে। মুক্তিযোদ্ধা সেলিম ওসমান, গোলাম দস্তগীর গাজী যে দেশটাকে স্বাধীন করেছিলেন আমরা সে দেশটার, স্বপ্নের বাংলার পুলিশ।’
পুলিশ সুপার বলেন, ‘আর আমি অত্যন্ত গর্বিত নির্বাচনের পর নারায়ণগঞ্জ বাংলাদেশের প্রথম জেলা যেখানে ইন্সপেক্টর মহোদয় উপস্থিত হয়ে আমাদের সকলকে ধন্য করেছেন। জামায়াত- শিবির আমদেরকে ভয় পেয়েছে, কারণ আমরা স্বাধীন বাংলাদেশের পুলিশ।’
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হোসনে আরা বেগম বাবলী, অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, জেলা দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান, জেলা প্রশাসক মো. রাব্বি মিয়া, র্যাব-১১ এর সিইও লেফট্যানেন্ট কর্ণেল রাসেল আহমেদ কবির প্রমুখ।