বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

ইসরায়েলের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:৩২ পিএম, ১১ মে ২০২৪ শনিবার

গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। জো বাইডেনের প্রশাসন দফায় দফায় ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের মারণাস্ত্র সরবারহ করেছে। জোর গলায় প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ইসরায়েলকে রক্ষা করা যুক্তরাষ্ট্রের নীতিগত দায়িত্ব।

তবে এবার রামের সুমতি হয়েছে। যুদ্ধের ছয় মাস পেরিয়ে যাওয়ার পর বোধোদয় হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের।

যুক্তরাষ্ট্র বলেছে, গাজা যুদ্ধে আমেরিকার সরবরাহ করা অস্ত্র ব্যবহারে ইসরায়েল কিছু কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে।

যুক্তরাষ্টের পররাষ্ট্র দপ্তর বলছে, যুক্তরাষ্ট্রের সরবারহকৃত অস্ত্রগুলো যে ইসরায়েল অসঙ্গত কারণে ব্যবহার করেছে এটার মূল্যায়ন জরুরি।

অভিযোগ তুললেও মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, কী মাত্রায় মানবাধিকার লঙ্ঘনে তাদের অস্ত্র ইসরায়েল ব্যবহার করেছে সে বিষয়ক বিস্তারিত কোনো তথ্য তাদের কাছে নেই।

হোয়াইট হাউজের এই পর্যালোচনায় উঠে এসেছে শুধু গাজা নয় আমেরিকার সরবারহ করা অস্ত্র ব্যবহার করে আরও অন্তত ছয়টি দেশের সাথে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল।

গাজায় ইসরায়েলের কিছু অভিযানের সরাসরি সমালোচনা করা হয়েছে এই প্রতিবেদনে। কিন্তু তার মাধ্যমে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিনা, তা নিয়ে সরাসরি কিছু বলা হয়নি ।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করতে ইসরায়েলকে একটা সামরিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে।

প্রতিবেদনে উঠে এসেছে, মার্কিন অস্ত্রের আইনি ব্যবহার মেনে চলতে ইসরায়েলের কাছ থেকে আশ্বাস পাওয়া গিয়েছিলো। সে কারণেই এই অস্ত্রের সরবারহ চালু রাখতে রাজি হয়েছিলো যুক্তরাষ্ট্র।