বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   চৈত্র ৩১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

ইস্টার প্রার্থনার মধ্যেই ইউক্রেনে ড্রোন হামলা

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫১ পিএম, ৭ মে ২০২৪ মঙ্গলবার

ইউক্রেনে অর্থোডক্স খ্রিস্টানদের ইস্টার উৎসব চলাকালীন ড্রোন হামলা করেছে রাশিয়া। রবিবার দেশের পূর্বাঞ্চলে এই হামলায় ১২ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

রবিবার হামলার পর নতুন সাফল্যের দাবি রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে, তাদের সৈন্যরা পূর্ব ইউক্রেনের দনেতস্ক অঞ্চলের ওখেরেটিন গ্রাম দখল করেছে, যা বেশ কিছু দিন ধরে তাদের লক্ষ্যবস্তু ছিল।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের কাছে থাকা ড্রোন ফুটেজে দেখা গেছে, গ্রামটি যুদ্ধে পুরোপুরি বিধ্বস্ত, এবং কোন ভবনই লড়াইয়ের হাত থেকে রেহায় পায়নি। রাস্তায় কোন লোক দেখা ছিল না।

ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, রাশিয়া ২৪টি ড্রোন নিক্ষেপ করে, যার মধ্যে ২৩টি ভূপাতিত করা হয়েছে।

খারকিভ অঞ্চলের গভর্নর জানান, শিশুসহ ছয়জন ওই ড্রোন হামলায় আহত হয়েছে। অন্যদিকে খারখিভ শহরে বিমান হামলায় আরও ১০জন আহত হয়। তিনি বলেনম শহরের ওপর যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়।