সোমবার   ১৮ আগস্ট ২০২৫   ভাদ্র ৩ ১৪৩২   ২৩ সফর ১৪৪৭

যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেটে চার ছাত্র গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ৪ মে ২০২৪ শনিবার

জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৪ মে ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

১৯৭০ সালের আজকের এই দিনে কেন্ট স্টেট ইউনিভার্সিটিতে গুলিবিদ্ধ হন চার শিক্ষার্থী। ভিয়েতনাম যুদ্ধ বিরোধী বিক্ষোভ মারাত্মক হয়ে ওঠে, যখন ওহাইও ন্যাশনাল গার্ড চারজন নিরস্ত্র ছাত্রকে গুলি করে। মোট নয়জন আহত হলে যুদ্ধের বিরুদ্ধে জনমত আরও ঘুরে যায়।

রয়টার্সের খবর থেকে জানা গেছে, ২০২৪ সালের এই সময়ে যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গাজায় ইসরায়েলের অভিযানের প্রতিবাদে তাঁদের এই বিক্ষোভ কয়েক দিন ধরেই চলছিল। সেই সঙ্গে চলছে বিক্ষোভ দমনের নামে ধড়পাকড়। যত দিন যাচ্ছে, বিক্ষোভ তত ছড়িয়ে পড়ছে। নতুন নতুন ক্যাম্পাসে তাঁবু গেড়েছেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা নিউইয়র্কের ব্রুকলিনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীসহ কয়েক শ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে কলম্বিয়া, ইয়েল, নিউইয়র্ক ইউনিভার্সিটির মতো বিভিন্ন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন।