বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   চৈত্র ৩১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

বিশ্ববিদ্যালয়ে অনুদান বন্ধের হুমকি

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩৭ এএম, ৪ মে ২০২৪ শনিবার

বিক্ষোভ দমাতে প্রতিনিধি পরিষদের উদ্যোগ

 
 
যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয়ে ইজরায়েল বিরোধী বিক্ষোভ হলে সেই বিশ্ববিদ্যালযের আর্থিক অনুদান বন্ধের হুমকি দিয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে সপ্তাহব্যাপী বিক্ষোভ দমনে তারা পদক্ষেপ নিতে শুরু করেছে। ইতোমধ্যেই তারা এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির পক্ষ থেকে কয়েকটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে তলব করা হয়েছে।
তদন্তের পরিণাম হিসেবে প্রতিবাদী বিশ্ববিদ্যালয়গুলোতে বড় ধরনের শাস্তির খড়গ নেমে আসতে পারে বলে আশংকা করা হচ্ছে। ফল ভুগতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও। সরকারের তরফে বিশ্ববিদ্যালয়গুলিকে যে অনুদান দেওয়া হয়, সেটা বন্ধ হয়ে যেতে পারে। তাছাড়াও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে শিক্ষার্থীদের বিরুদ্ধে।
গাজায় ইজরায়েলের গণহত্যার প্রতিবাদে এখন উত্তাল আমেরিকার বহু বিশ্ববিদ্যালয়। গত এক সপ্তাহে হাজারেরও বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে। ইজরায়েলের জন্য বিরাট অঙ্কের সামরিক সাহায্যের কথা ঘোষণা করেছে আমেরিকা। তার পরেই আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয় প্যালেস্টাইনপন্থী প্রতিবাদ-বিক্ষোভ। এমন পরিস্থিতিতে এক রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ ভিডিও বার্তায় বলেছেন, মুখ লুকিয়ে থাকা মেরুদন্ডহীন কলেজ নেতাদের সাফ জানিয়ে দিচ্ছি, এবার আমাদের বিশ্ববিদ্যালয় আমরা ফেরত নেব।
চলতি মাসেই বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে তদন্ত শুরু হবে বলে জানা গেছে। গত মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন সংসদে শিক্ষা ও কর্মসংস্থান কমিটির প্রধান সাংসদ ভার্জিনিয়া ফক্স। তিনি জানান, ইয়েল, ক্যালিফোর্নিয়া এবং মিশিগান বিশ্ববিদ্যালয়ের প্রধানদের তলব করা হয়েছে। কলেজ ক্যাম্পাসগুলো কারোর খেলা করা বা উগ্রপন্থা ছড়ানোর জায়গা নয়। এবার ইসরায়েল বিরোধী আচরণের ফল পাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংসদের স্পিকার মাইক জনসন জানিয়েছেন, ইহুদিবিদ্বেষ হল একটা ভাইরাস। জো বাইডেন প্রশাসন এই ভাইরাস রুখতে সচেষ্ট। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি পড়–য়াদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি কেন সে ব্যাপারে জবাবদিহি করতে হবে কর্তৃপক্ষকে।
উল্লেখ্য, মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানদের দখলে।