ভবিষ্যতবক্তা লিচম্যান
এখনও নিশ্চিত নন হোয়াইট হাউস এবার কার?
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৪৮ এএম, ৪ মে ২০২৪ শনিবার
আসছে নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে আবারও মুখোমুখি হচ্ছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প।
উত্তেজনাপূর্ণ এই ভোটের দিকে কেবল আমেরিকাই নয়, গোটা বিশ্বই তাকিয়ে আছে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি ট্রাম্পের পাল্লাই ভারী বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু কী ভাবছেন অ্যালান লিচম্যান? গত দশবারের প্রেসিডেন্ট নির্বাচনে নয়বারই অভ্রান্ত ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। আসন্ন নির্বাচন নিয়ে তিনি কী বলছেন?
যুক্তরাষ্ট্রের ভোটকুশলী হিসেবে অ্যালান লিচম্যানের রাজনৈতিক ভবিষ্যদ্বাণী বহুলচর্চিত এবং খ্যাতিও আছে। তাকে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভবিষ্যতদ্রষ্টা। হোয়াইট হাউস কার দখলে যাবে, ভোটের আগে তা বলে দিতে জুড়ি নেই লিচম্যানের। কীভাবে করেন তিনি এ ‘অসাধ্যসাধন’? এর পিছনে রয়েছে ‘হোয়াইট হাউসের ১৩ চাবি’। একেবারে অঙ্কের নিয়মে তিনি নাকি এই ভবিষ্যদ্বাণী করতে পারেন। কী এই ১৩টি ‘চাবি’ তথা ফ্যাক্টর? মনোনয়ন, স্বল্পকালীন অর্থনৈতিক স্থায়িত্ব, দীর্ঘকালীন অর্থনৈতিক বৃদ্ধি, সামাজিক স্থায়িত্ব, চ্যালেঞ্জারের মতো নানা বিষয় খতিয়ে দেখেই তিনি জানিয়ে দেন কে বসতে চলেছেন মসনদে।
এমন অবস্থায় লিচম্যান ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কী বলছেন? তিনি বলছেন, ‘আমি এখনও চূড়ান্ত ভবিষ্যদ্বাণী করিনি।’ তবে তিনি মনে করছেন এখনও পর্যন্ত ট্রাম্পই এগিয়ে। তাঁর কথায়, ‘বাইডেনের হারার দিকটি নিশ্চিত হতে এখনও অনেকটা পথ যাওয়া বাকি। এই মুহূর্তে তিনি মাত্র দুটি ফ্যাক্টরে পিছিয়ে রয়েছেন।’
এদিকে আসন্ন প্রেসিডেনশিয়াল নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় কার্যত নিশ্চিত বলে আগেই দাবি করেছে আমেরিকার একটি সমীক্ষা। জো বাইডেনকে একেবারে পিছনে ফেলে দিয়ে ফের ক্ষমতার মসনদে বসতে চলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, সেই তথ্যই উঠে এসেছে সমীক্ষার রিপোর্টে।