বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

ট্রাম্প জিতলে ২ কোটি ইমিগ্রান্টকে বহিস্কার!

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪৭ এএম, ৪ মে ২০২৪ শনিবার


সাবেক মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী প্রতিশ্রুতিতে আতঙ্কিত অভিবাসীরা
 

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে ২ কোটি অবৈধ ও বৈধ ইমিগ্রান্টকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন। প্রয়োজনে এতে সামরিক বাহিনীকে ব্যবহার করবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন। এই ২ কোটির  মধ্যে প্রায় দেড় কোটি ইমিগ্রান্ট কাগজপত্রহীন অবৈধ বলে তিনি দাবি করেছেন। গত বুধবার উইসকনসিনে এক নির্বাচনী সভায় ট্রাম্প আরো বলেছেন, অবৈধভাবে যারাই এদেশে আছে তাদের সবাই ক্রিমিনাল হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে লাখ লাখ ইমিগ্রান্ট রয়েছেন যারা ক্রিমিনাল একটিভিটির সাথে জড়িত। তাদেরকেও ডিপোর্ট করা হবে। সাবেক মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণায় যুক্তরাষ্ট্রে ইমিগ্রান্ট কমিউনিটিতে আতঙ্ক দেখা দিয়েছে।
এদিকে টাইম ম্যাগাজিনও তার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। সেখানেও তিনি অভিবাসীদের প্রসঙ্গে একই ধরনের বক্তব্য দিয়েছেন। টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প গর্ভপাত ইস্যুটি স্টেটের ওপর ছেড়ে দেবার কথা বলেছেন। নির্বাচিত হলে তিনি ‘ডিক্টেটর’-এর মতো দেশ পরিচালনা করবেন বলে আগে যে বক্তব্য দিয়েছিলেন সে প্রসঙ্গে প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প বলেন, সেটা একটা ‘জোক’ ছিল।
সাক্ষাৎকারে তিনি ইমিগ্রেশন প্রশ্নে বিস্তারিতভাবে তাঁর অভিমত তুলে ধরেন। তিনি বলেন, অনেক ইমিগ্রান্ট তাদের নিজ দেশে স্বীকৃত দাগী আসামী ছিল। এসব ক্রিমিনাল যুক্তরাষ্ট্রে প্রবেশ করায় আইন শৃংখলার চরম অবনতি ঘটছে। তিনি বলেন, ১৯৫৪ সালে প্রেসিডেন্ট আইসেন হাওয়ারের শাসনামলে ‘অপারেশন ওয়েটব্যাক’ এর আওতায় মেক্সিকো সীমান্ত দিয়ে ১০ লাখ অবৈধ ইমিগ্রান্টকে ডিপোর্ট করা হয়েছিল। তা এখনও আমাদের কাছে মডেল হয়ে আছে। এই মডেলকেই আমরা এখন অনুসরণ করতে পারি।  
২০১৬ সালের নির্বাচনী প্রচারণায় একই ধরনের ইমিগ্রান্ট বিরোধী বক্তব্য ট্রাম্প দিয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর তিনি আর আইসেন হাওয়ার মডেল অনুসরণ করেননি। গত দেড় বছরে মেক্সিকো সীমান্তে প্রায় ২০ লাখ মানুষ ভীড় করেছিল। কিন্তু তার অর্ধেক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পেরেছে। প্রেসিডেন্ট জো বাইডেনও অবৈধদের ব্যাপারে তার অবস্থান পরিবর্তন করেছেন। কড়াকড়ি আরোপ করা হয়েছে সীমান্তে। বাইডেনের দায়িত্ব নেবার পর গত তিন বছরে যুক্তরাষ্ট্রে সীমান্ত পথে প্রবেশ করেছে ৪ লাখ ইমিগ্রান্ট। তবে এ হিসেব ইমিগ্রেশন বিভাগের তথ্যানুসারে। বাস্তবে তা ৮ লাখের কাছাকাছি বলে সংশ্লিষ্ট মহল মনে করেন।