বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

ইউক্রেনকে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৫:২৭ পিএম, ২৮ এপ্রিল ২০২৪ রোববার

ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন সামরিক সহায়তা প্যাকেজের আওতায় এটি খুব তাড়াতাড়ি করা হবে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

অবশ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্যাট্রিয়ট সিস্টেম পাঠানো হবে না বলে জানিয়ে দিয়েছেন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। খবর বিবিসি’র।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ক্রমবর্ধমান রুশ বিমান হামলার হুমকির মুখোমুখি হওয়ায় প্যাট্রিয়ট জরুরিভাবে প্রয়োজন। এটিই রুশ হামলা থেকে মানুষের জীবন বাঁচাতে পারে।

শনিবার ইউক্রেন জানায়, আবারও বড় ধরনের বিমান হামলা চালিয়েছে রাশিয়া। উত্তর-পূর্ব ইউক্রেনীয় শহর খারকিভের কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো বলেছেন, তিনটি অঞ্চলের শক্তি কেন্দ্রে হামলা হয়েছে। হামলা হয়েছে রেলপথেও।

অস্টিন গত শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তার বৃহত্তম নিরাপত্তা সহায়তা প্যাকেজে প্রতিশ্রুতিবদ্ধ। এই সহায়তা দ্রুতই ইউক্রেনে পাঠানো হবে। যুক্তরাষ্ট্র এজন্য ৬০০ কোটি ডলার ব্যয় করবে।

একটি সূত্র জানিয়েছে, এই অর্থ প্রেসিডেন্ট জো বাইডেনের গত বুধবার সই করা ৬০ বিলিয়ন ডলার সহায়তা প্যাকেজের অধীন। এর মধ্যে আরও তাৎক্ষণিক সহায়তার মধ্যে ১০০ কোটি ডলার রয়েছে।

অস্টিন বলেন, শিগগিরই কিয়েভের জন্য আরও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা করা হবে বলে তিনি আত্মবিশ্বাসী। ইউরোপীয় অংশীদারদের সঙ্গে এ নিয়ে আলাপ চলছে। কিছু তহবিল ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার জন্যও পাঠানো হবে। যাতে করে দেশটি আরও বেশি গোলাবারুদ তৈরি এবং প্রয়োজন পূরণ করতে পারে।

তিনি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া কামানের গোলাবারুদ এবং অন্যান্য অস্ত্রের অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়েছে। সেই সঙ্গে ইরান এবং উত্তর কোরিয়া থেকেও তারা অস্ত্র-গোলাবারুদ পাচ্ছে।

তিনি বলেন, যদি পুতিন ইউক্রেনে জয়ী হন, ইউরোপ এমন এক নিরাপত্তা হুমকিতে পড়বে– যা জীবনেও দেখেনি। কেবল ইউক্রেনের মধ্যেই থেমে থাকবে না রাশিয়া।

মার্কিন সাহায্য ইউক্রেনীয় বাহিনীকে রক্ষা করবে কিনা– জানতে চাইলে অস্টিন বলেন, ইউক্রেনীয়রা রণাঙ্গনে আছে। এসব সহায়তা তাদের সক্ষমতা আরও বাড়িয়ে তুলবে।

রাশিয়া ক্রুজ মিসাইল, এস-৩০০ সারফেস টু এয়ার মিসাইল এবং ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে। সম্প্রতি এমন ২১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

গোপনে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র পেয়েছে ইউক্রেনগোপনে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র পেয়েছে ইউক্রেন
এদিকে, সীমান্তের ওপারে রাশিয়ার দুইটি তেল শোধনাগারে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইউক্রেন। রাশিয়ান অঞ্চলের ক্রাসনোদারের একটি ফুটেজে দেখা গেছে, সেখানে বড় বিস্ফোরণ ঘটেছে। তাদের ভূখণ্ডে প্রায় ৬৮টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে শনিবার রাশিয়া জানিয়েছে।