সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

কলাম্বিয়া থেকে বহিষ্কৃত বাংলাদেশি শিক্ষার্থী নূহা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৫৭ এএম, ২৭ এপ্রিল ২০২৪ শনিবার


 
 
নিউইয়র্ক সিটির বিশ্বখ্যাত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের যে ৮ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন, বাংলাদেশের মেয়ে মায়মুনা ইসলাম নূহা তাদের একজন। গাজায় যুদ্ধ বন্ধ এবং গণহত্যার প্রতিবাদ করার কারণে তাকে বহিষ্কার করা হয়। নূহার বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায়।
ইসরাইলের নির্বিচার গণহত্যার প্রতিবাদে আন্তর্জাতিকভাবে ফ্রন্ট লাইনের প্রতিবাদী নূহা ফুল স্কলারশিপ নিয়ে নিউরো সায়েন্স এর তৃতীয় সেমিস্টারে অধ্যয়নরত ছিল। নূহা তাঁবু খাটিয়ে তাঁর সঙ্গীদের নিয়ে নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের বিক্ষোভের সঙ্গে বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড ও এমআইটি-সহ যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানবতার পক্ষের আন্দোলনে ক্রমশ যুক্ত হতে শুরু করেছে। তারা আমেরিকার বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য দেয়া ইসরাইলের ফান্ড প্রত্যাখানের দাবি জানিয়েছে।
তারা অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি করেছে গাজায়। ইহুদী সম্প্রদায়ের অনেকেও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।