সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

মার্কিন কলেজ-বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৫৩ এএম, ২৭ এপ্রিল ২০২৪ শনিবার

ইসরাইল বিরোধী বিশাল সমাবেশ গ্রেফতার ও বহিস্কার শতাধিক


গাজা যুদ্ধ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। বিক্ষুব্ধ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা প্রতিবাদ জানাচ্ছে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার। এ বিক্ষোভ ক্রমাগত ছড়িয়ে পড়েছে নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, এনওয়াই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলিতে। এসব বিক্ষোভ সমাবেশ থেকে বহুসংখ্যক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে আরও অনেককে। এ সংখ্যা শতাধিক হবে বলে প্রচার মাধ্যমে জানান হয়েছে।
প্রায় প্রতিদিনের এসব বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। ম্যানহাটনের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে সোমবার রাতে এ ধরনের বিক্ষোভ সমাবেশ ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। একইদিন কনেটিকাটের ইয়েল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভরত বহু শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্লাসে ব্যক্তিগত উপস্থিতির বাধ্যবাধকতা বাতিল করেছে।
গত সপ্তাহে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউইয়র্ক সিটি ক্যাম্পাসে তাঁবু খাঁটিয়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা টানা প্রতিবাদ চালিয়ে যায়। সোমবার বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ ক্লাস অব্যহত রাখলেও এতে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার বাধ্যবাধকতা বাতিল করে। এরপর পুলিশ ক্যাম্পাসে তাঁবু গেড়ে অবস্থান নেওয়া প্রতিবাদকারীদের বিরুদ্ধে অভিযান চালায়। কনেটিকাটের নিউ হ্যাভেনে ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসের চারপাশের রাস্তাগুলোতে যান চলাচল আটকে দেয়। যুদ্ধাস্ত্র প্রস্ততকারকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক বাতিলের দাবিতে শ্লোগান দেয় তারা। পুলিশ এখান থেকে ৪৫ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করে।
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি খোলা চত্ত্বর দখল করে সেখানে তাঁবু গেড়ে অবস্থান নেয় প্রতিবাদী শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ তাদের চত্বরটি ছেড়ে দিতে এবং না ছাড়লে কঠোর পরিণতির হুমকি দেয়। কিন্তু কয়েকশত বিক্ষোভকারী এ হুমকি অগ্রাহ্য করে প্রতিবাদ চালিয়ে যায়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, পুলিশ বিক্ষোভকারীদের তাঁবু খুলে নিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা এ সময় পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। নিউইয়র্ক পুলিশের এক মুখপাত্র জানান, কর্তৃপক্ষ পুলিশকে ডাকার পর তারা ক্যাম্পাসে গিয়ে বিক্ষোভকারীদের গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে মোট কতোজনকে গ্রেফতার করা হয়েছে তা তারা জানাননি।  
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ব্যক্তিগতভাবে ক্লাসে হাজির থাকার বিধান বাতিল করে অনলাইনে ক্লাশ নেয়ার উদ্যোগ নিচ্ছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল চত্বরে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়কে ইসরায়েল সঙ্গে সম্পর্ক ও বিনিয়োগ বাতিল করার দাবি জানায়। বৃহস্পতিবার পুলিশ এই ক্যাম্পাস থেকে শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করে। বিক্ষোভে জড়িত কয়েক ডজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো গাজা যুদ্ধ প্রতিবাদ সমাবেশে ইসরাইল বিরোধী আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। একই ধরনের প্রতিবাদ বার্কলে, এমআইটি ও দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়েছে।