সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

৩ কোটি আমেরিকান সুবিধা পাবেন স্টুডেন্ট লোন : বাইডেনের নতুন ঘোষণা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৩ এএম, ২০ এপ্রিল ২০২৪ শনিবার

 

প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন প্রস্তাবে তিন কোটি আমেনিকান স্টুডেন্ট ঋণ মওকুফের আওতায় আসবে। যাদের ঋণের মেয়াদ ২০ বছরের ওপর তারা ২০ হাজার ডলার পর্যন্ত মাফ পাবেন। লোন পরিশোধ করতে যারা অপারগ তারাও এই ঘোষণার মধ্যে পড়বেন। গত ৮ এপ্রিল উইসকনসনের মেডিসনে এক নির্বাচনী সভায় স্টুডেন্ট লোন মওকুফের নতুন প্রস্তাবের (প্লান বি) ঘোষণা দেন প্রেসিডেন্ট বাইডেন। তার এই ঘোষণার পর পরিচালিত একটি জরিপে বলা হয়েছে, শতকরা ৪৮ ভাগ ভোটার মনে করেন, নভেম্বরের নির্বাচনে এই ঋণ মওকুফ ঘোষণা প্রভাব ফেলবে। গত বুধবার ১৬ এপ্রিল বাইডেন প্রশাসন স্টুডেন্ট লোন মওকুফের প্রস্তাবের খসড়া পাবলিকের শুনানীর জন্য উন্মুক্ত করেছে। ১৭ মে পর্যন্ত শুনানী চলবে।

২০২০ সালের নির্বাচনে স্টুডেন্ট লোন মওকুফ ছিল ব্ইাডেনের প্রতিশ্রুতি। ২০২২ সালের জুনে প্রত্যেক স্টুডেন্ট লোন গ্রহিতার জন্য সর্বোচ্চ ২০  হাজার ডলার মওকুফের লক্ষ্যে এক্সিকিউটিভ অর্ডারে তিনি স্বাক্ষর করেন। দুই মাসের মধ্যে তার কার্যক্রম শুরু হয়। প্রায় ২৫ মিলিয়ন আমেরিকান ঋণ মওকুফের জন্য আবেদনও করেন। কিন্তু রিপাবলিকান শাসিত কয়েকটি স্টেটের জনপ্রতিনিধিরা এই উদ্যোগের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০২৩ সালের জুনে আদালতের রায়ে বলা হয়, এ সংক্রান্ত প্রেসিডেন্টের নির্বাহী আদেশ সাংবিধানিকভাবে অবৈধ। এই রায়ে আটকে যায় ৪ কোটি আমরিকানের ৪০০ বিলিয়ন ডলারের স্টুডেন্ট লোন মওকুফের প্রক্রিয়া।

প্রেসিডেন্ট বাইডেন গত ৮ এপ্রিলের ঘোষণায় বলেন, স্টুডেন্ট লোন মওকুফের বিষয়টি আমার মাথায় সবসময় ছিল। রিপাবলিকান পার্টি ও কোর্টের আদেশের কারণে  তা বাস্তবায়ন সম্ভব হচ্ছিল না। আইনগত সব দিক বিবেচনা করে ছাত্র ঋ মওকুফের প্লান বি আমার প্রশাসন ঘোষণা করেছে। যাদের এক্যুমুলেটেড সুদের পরিমান মূল ঋণের থেকে বেশি হয়ে গেছে তাদের ২০ হাজার ডলার পর্যন্ত মাফ করা হবে। লো ফাইন্যানসিয়াল ভ্যালু প্রোগ্রামের আওতাধীনরাও ঋণ মওকুফের আওতায় আসবেন। যারা লোন পরিশোধে হিমশিম খাচ্ছেন তারাও উপযুক্ত প্রমাণ সাপেক্ষে মওকুফ পাবেন। এর আওতায় ৩ কোটি আমেরিকান উপকৃত হবে বলে ধারনা করা হচ্ছে।

সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের পক্ষে ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প স্টুডেন্ট লোন মওকুফের বিপক্ষে। তিনি আদালতের রায়ের পক্ষে মত প্রদান করেছেন। সোশালস্ফেয়ার নামে একটি রিচার্স ও কনসাল্টিং ফার্ম জরিপে বলেছে, বাইডেনের এ ঘোষণা নভেম্বরের নির্বাচনে প্রভাব ফেলবে। শতকরা ৪৮ আগ ভোটার মনে করেন এ ঘোষণা বাইডেনের জন্য সহায়ক হবে। এডুকেশন ডিপার্টমেন্ট নভেম্বরের আগেই স্টুডেন্ট লোন মওকুফের সকল প্রত্রিয়া সম্পন্ন করবে বলে ধারণা করা হচ্ছে।