সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

সবার জন্য বাধ্যতামূলক রিয়েল আইডি

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:২০ এএম, ২০ এপ্রিল ২০২৪ শনিবার

 

 

 

আগামী বছর ৭ মে’র মধ্যে সবাইকে রিয়েল আইডি বা এনহ্যান্সড ড্রাইভার লাইসেন্স সংগ্রহ করতে হবে। এ সময়ের আগে সকল ড্রাইভিং লাইসেন্স এবং যাদেও স্টেট আইডি বা রেগুলার ড্রাইভার লাইসেন্সর রয়েছে তাদের রিয়েল আইডি’র আওতায় আসতে হবে। বিশেষ করে অভ্যন্তরীণ বিমানে চলাচলে এই ধরনের আইডি অপরিহার্য হবে। নতুবা বোর্ডিং পাস সংগ্রহে যাত্রীকে ভ্যালিড পাসপোর্ট, গ্রীনকার্ড বা মিলিটারি আইডি প্রদর্শন করতে হবে।

উল্লেখ্য, ২০০১ সালে ৯/১১ এর পর কংগ্রেসে রিয়েল আইডি অ্যাক্ট পাস হয়। তবে বিভিন্ন    কারণে আইনটি পুরোপুরি কার্যকর করতে দেরি হচ্ছিল। ২০২৫ সালের ৭ মে’র পর ভ্যালিড পাসপোর্ট, রিয়াল আইডি কিংবা এনহ্যান্সড ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ বিমানে ভ্রমণ করতে  পারবেন না। এমনকি বিদেশি টুরিষ্টরা বিমানের অভ্যন্তরীন ফ্লাইটে উঠতে চাইলে অবশ্যই সংশ্লিষ্ট দেশের ভ্যালিড পাসপোর্ট দেখাতে হবে।

আমেরিকান নাগরিকরা এনহ্যান্সড ড্রাইভিং লাইসেন্স পেতে পারবেন ডিএমভি’তে একটি নির্দিষ্ট অংকের ফি জমা দিয়ে। এই লাইসেন্স পেতে অবশ্যই তাদের পাসপোর্ট কিংবা ন্যাচারালাইজেশন সার্টিফিকেট দেখাতে হবে। সাথে তুলতে হবে নতুন ছবি। আমেরিকানরা এই লাইসেন্স দিয়ে বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন। যেমন কানাডা, মেক্সিকো, বারমুডা ও ক্যারিবিয়ান দেশগুলোতে ভ্রমণে আর পাসপোর্ট লাগবেনা। এনহ্যান্সড ড্রাইভিং লাইসেন্স দিয়েই এ সব দেশ ভ্রমণ করা যাবে।