সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েই ইরানের হামলা, কী বলছে মার্কিনিরা

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫১ পিএম, ১৫ এপ্রিল ২০২৪ সোমবার

ইসরায়েলে প্রথমবারের মতো নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। টানা কয়েক দিনের হুঁশিয়ারি দিয়ে গত শনিবার রাতে দেশটিতে এ হামলা চালানো হয়। ইরানের এ হামলা নিয়ে সতর্কবার্তাও দিয়েছিল মার্কিন গোয়েন্দারা। ইরান জানিয়েছে, ইসরায়েলে হামলার আগে যুক্তরাষ্ট্রসহ প্রতিবেশী দেশগুলোকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। সোমবার (১৫ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান জানান, তেহরান যুক্তরাষ্ট্রসহ প্রতিবেশী দেশগুলোকে হামলার বিষয়ে তাদের পরিকল্পনার কথা ৭২ ঘণ্টা আগে জানিয়েছিল। বার্তায় ইসরায়েলে ইরানের হামলা সীমিত ও আত্মরক্ষামূলক হবে বলেও জানানো হয়।

ইরানের পক্ষ থেকে এমন দাবি করা হলেও বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, ইরানের এমন দাবি সত্য নয়। তারা ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষতি করতে চেয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক, তুরস্ক এবং জর্ডানের কর্মকর্তারা বলছেন, ইরান ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কয়েক দিন আগে তাদের নোটিশ দিয়েছিল। যদিও মার্কিন কর্মকর্তারা বলছেন, তেহরান ওয়াশিংটনকে সতর্ক করেনি। ইরান ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি করার লক্ষ্যে এ হামলা চালিয়েছে।

তুরস্কের পররাষ্টরমন্ত্রণালয় জানিয়েছে, হামলার আগে তারা ওয়াশিংটন ও তেহরানের উভয়ের সঙ্গে কথা বলেছিল। হামলার প্রতিক্রিয়া যেন আনুপাতিক থাকে সে জন্য আঙ্কারা মধ্যস্থতাকারী হিসেবে একে আপরের বার্তা পরস্পরের কাছে পৌঁছে দিয়েছে।

তুরস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে,দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলার প্রতিক্রিয়ায় ইরান হামলা চালাবে এবং তারা এর বাইরে কিছু করবে না বলে জানিয়েছিল। আমরা এ হামলার সম্ভাবনার বিষয়ে অবগত ছিলাম। ফলে ইরানের ইসরায়েলে হামলা বিষয়টি অবাক করার মতো কিছু ছিল না।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি অস্বীকার করেছে। তারা বলছে, ওয়াশিংটন ওয়াশিংটন সুইস মধ্যস্থতাকারীর মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে ৭২ ঘণ্টা আগে কোনো নোটিশ তারা পায়নি।

তিনি বলেন, বিষয়টি একেবারে সত্য নয়। তারা কোনো সতর্কবার্তা দেয়নি। এমনকি হামলার বিষয়ে কোনো ধারণাও দেয়নি।

গত শনিবার রাতে গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ইরান। মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলা করে তেহরান। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। এমনকি দুই চিরশত্রু দেশের মধ্যে সরাসরি যুদ্ধ পর্যন্ত বেধে যেতে পারে বলে সতর্ক করছেন তারা।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এ ঘটনার প্রতিশোধ নিতে একের পর এক হুঁশিয়ারি দিয়ে আসছিল ইরান।