ইরানকে সতর্কবার্তা, হামলা হলে ইসরাইলের পাশে দাঁড়াবে যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৫:১৯ পিএম, ১৩ এপ্রিল ২০২৪ শনিবার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল ইস্যুতে ইরানকে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইসরাইলের ওপর যেকোনো প্রকার হামলা হলে বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রটির পাশে থাকবে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র ইসরাইলকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে শুক্রবার বাইডেন বলেন, এই রাষ্ট্রটির প্রতি সবসময় আমাদের সমর্থন থাকবে। ইসরাইলকে রক্ষা করতে আমরা অবশ্যই সহযোগিতা করব। ইরান কখনও ইসরাইলে হামলায় সফল হতে পারবে না। ইসরাইলে কোনো হামলা নয়- ইরানের উদ্দেশে আমার বার্তা এটুকুই।
প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে বিমান হামলা চালানো হয়। এতে ১৩ জন নিহত হন। এর মধ্যে ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাসহ অন্যান্যরা ছিলেন। হামলাটি যে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) চালিয়েছিল, বিভিন্ন সাক্ষ্য ও আলামতে তার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে তেহরান।
তবে ইসরাইল এখনও এ হামলার দায় স্বীকার করেনি। তবে ইরান এই হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।