সম্ভাব্য হামলা নিয়ে উদ্বিগ্ন এফবিআই
রাশিয়ার পর টার্গেট আমেরিকা?
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:০৭ এএম, ১৩ এপ্রিল ২০২৪ শনিবার

এফবিআই-এর ডিরেক্টর ক্রিস্টোফার রে
গত মাসে রাশিয়ার একটি কনসার্ট হলে হামলায় বহু মানুষকে হত্যার পর আমেরিকায় একটি সংগঠিত হামলার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন। এফবিআইয়ের পরিচালক হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের একটি প্যানেলকে একথা জানিয়েছেন।
বৃহস্পতিবার বাজেট শুনানিতে এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে আইনপ্রণেতাদের বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থায় আমার ক্যারিয়ারের দিকে ফিরে তাকালে, আমি এমন সময়ের কথা মনে করতে পারি না, যখন একই সময়ে আমাদের জননিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার জন্য এত হুমকি ছিল। আজ এই হুমকির কারণেই আমি এখানে বসে আছি।’
গত ২২ মার্চ মস্কোর উপকণ্ঠে একটি কনসার্ট হলে এক হামলায় অন্তত ১৪৪ জন নিহত হয়, যা গত ২০ বছরের মধ্যে রাশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী হামলা। সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেইটের একটি শাখা এই হামলার দায় স্বীকার করলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো প্রমাণ উল্লেখ না করে ইউক্রেইনকে দোষারোপ করার চেষ্টা করেছেন।
গাজায় ইজরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ থেকে অনুপ্রাণিত কোন ব্যক্তি বা ক্ষুদ্র গোষ্ঠীর হামলার আশঙ্কায় উদ্বিগ্ন আমেরিকান কর্মকর্তারা। রাশিয়ায় কনসার্ট হলে হত্যাকান্ডের পর এফবিআই আরও সমন্বিত হামলার বিষয়ে উদ্বিগ্ন হয়ে উঠছে।
ক্রিস্টোফার রে জানিয়েছেন, ২০২৩ সালের শেষ পর্যন্ত এফবিআই চার হাজার আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ঘটনার তদন্ত করেছে। তিনি আইনপ্রণেতাদের বলেন, ‘উদ্বেগের বিষয় হচ্ছে কয়েক সপ্তাহ আগে রাশিয়ার কনসার্ট হলে হামলার মতো আইএসআইএস যুক্তরাষ্ট্রেও সমন্বিত হামলা চালাতে পারে।’
রে এই মাসে মেয়াদ শেষ হতে যাওয়া একটি নজরদারি কর্মসূচি নবায়নের জন্য আইনপ্রণেতাদের অনুরোধ করবেন বলে জানা গেছে। এটিকে আমেরিকার শত্রুর বিরুদ্ধে অপরিহার্য বলে অভিহিত করেছেন। রে আইনপ্রণেতাদের বলার পরিকল্পনা করেছেন যে, ‘আমাদের জাতিকে সুরক্ষিত করার জন্য এটি গুরুত্বপূর্ণ, এবং আমরা সঙ্কটময় সময়ে রয়েছি।’