মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫   ভাদ্র ৩ ১৪৩২   ২৪ সফর ১৪৪৭

জব্দ করা ইরানি অস্ত্র ইউক্রেইকে দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ১২ এপ্রিল ২০২৪ শুক্রবার

এক বছরেরও বেশি আগে জব্দ করা কয়েক হাজার ইরানি অস্ত্র ও পাঁচ লাখেরও বেশি গোলাবারুদ ইউক্রেইনে পাঠিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের হুতি বাহিনীকে জাহাজযোগে পাঠানোর সময় ওই অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছিল বলে মঙ্গলবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেইনকে সহায়তা করতে গত সপ্তাহে দেশটিতে এসব অস্ত্রশস্ত্র পাঠিয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেইনকে ৬০ বিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তা পাঠাতে চেয়েছিল ডেমোক্র্যাট বাইডেন। কিন্তু এ প্রস্তাব নিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোটের আহ্বান প্রত্যাখ্যান করেছেন হাউজের রিপাবলিকান স্পিকার মাইক জনসন। তাই প্রস্তাবটি আটকে গেছে।

কয়েক মাস ধরে মার্কিন অস্ত্র সহায়তা না পাওয়ায় ইউক্রেইনীয় বাহিনীর অস্ত্রশস্ত্রের সরবরাহ কমে গেছে। বিশেষ করে ভারী কামানের গোলার সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ইউক্রেইনকে অস্ত্র যোগান দেওয়ার নতুন পথ খুঁজে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।  

সামাজিক মাধ্যম এক্স এ পোস্ট করা এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ৪ এপ্রিল যুক্তরাষ্ট্র কিইভকে যে অস্ত্রশস্ত্র পাঠিয়েছে তা ইউক্রেইনীয় একটি ব্রিগেডকে ‘সজ্জিত করার জন্য যথেষ্ট’।

পদাতিক বাহিনীর একটি ব্রিগেডে সাধারণত ৩৫০০ থেকে ৪০০০ সেনা থাকে, কিন্তু ইউক্রেইনের বাহিনীতে কতোজন করে আছে তার সঠিক সংখ্যা জানা যায়নি।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন বলেছে, “যা কখনোই আমাদের ছিল না এমন অস্ত্র ও গোলাবারুদ নিয়ে মন্তব্য করতে পারি না আমরা।”

সেন্টকম জানিয়েছে, ওই অস্ত্রশস্ত্রের মধ্যে পাঁচ হাজারেরও বেশি একে-৪৭ রাইফেল, মেশিন গান, স্নাইপার রাইফেল ও রকেট চালিত গ্রেনেড এবং পাঁচ লাখের বেশি বুলেট আছে। ২০২১ এর ২২ মে থেকে ২০২৩ এর ১৫ ফেব্রুয়ারি সময়ের মধ্যে চারটি ‘রাষ্ট্রহীন’ জলযান থেকে এসব অস্ত্রশস্ত্র জব্দ করে মার্কিন নৌবাহিনী ও তাদের অংশীদার বাহিনীগুলো। জলযানগুলো কোন দেশের তা শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে তারা।   

ইরানের ইসলামিক রেভলুশ্যনারি গার্ড কোর এসব অস্ত্রশস্ত্র ইয়েমেনের হুতিদের পাঠিয়েছিল বলে দাবি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের।