চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার আশাবাদ
নিউজ ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০৯ পিএম, ৮ এপ্রিল ২০২৪ সোমবার

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন ও চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং রোববার দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আশাবাদের কথা জানিয়েছেন। পাশাপাশি জেনেট উভয় পক্ষকে কঠোর কথোপকথন এড়ানোর আহ্বান জানিয়েছেন।
চীন সফরে গেছেন মার্কিন অর্থমন্ত্রী জেনেট। রোববার দেশটির দক্ষিণাঞ্চলের গুয়াংঝু শহর থেকে রাজধানী বেইজিংয়ে পৌঁছান তিনি। বৈঠক করেন চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে।
বৈঠকে তিনি লি কিয়াংকে বলেন, যুক্তরাষ্ট্র-চীনের সম্পর্ক কেবল সরাসরি ও খোলামেলা যোগাযোগের মাধ্যমে এগিয়ে যেতে পারে।
জেনেটকে স্বাগত জানিয়ে লি কিয়াং বলেন, চীন আন্তরিকভাবে আশা করে যে দুই দেশ পরস্পরের অংশীদার হবে, প্রতিপক্ষ নয়। চীনা প্রধানমন্ত্রী আরও বলেন, চীনা ইন্টারনেট ব্যবহারকারীরা গুয়াংঝুতে পৌঁছানোর পর থেকে জেনেটের সফরের বিস্তারিত অনুসরণ করছেন। তাদের মধ্যে চীন-মার্কিন সম্পর্কোন্নয়ন চলমান থাকা নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে।
দক্ষিণের বন্দর নগরী গুয়াংঝুতে একাধিক বৈঠক করেছেন জেনেট। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশনের জ্যেষ্ঠ ফেলো রায়ান হাস এএফপিকে বলেন, সম্ভাব্য অগ্রগতি পরীক্ষার ক্ষেত্রে জেনেটের সফর ক্ষেত্র তৈরি করবে। তবে সফরের বস্তুগত ফল অনিশ্চিত।