মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫   ভাদ্র ৩ ১৪৩২   ২৪ সফর ১৪৪৭

ইসরায়েলে আক্রমণের প্রস্তুতি ইরানের, সতর্ক যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ৬ এপ্রিল ২০২৪ শনিবার

সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার জবাবে সম্ভাব্য পাল্টা হামলা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

এরইমধ্যে ইসরায়েলে আক্রমণের প্রস্তুতি নিয়েছে ইরান; যা এক সপ্তাহের মধ্যে সংঘটিত হতে পারে। ইসরায়েলে এই পাল্টা হামলার সময় ওই এলাকায় মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এজন্যই সতর্ক অবস্থানে রয়েছে দেশটি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ইরান “উল্লেখযোগ্য” জবাব দিতে পারে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যস্থলগুলোও হামলার শিকার হতে পারে। যুক্তরাষ্ট্র উচ্চ সতর্কাবস্থায় আছে। পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতিও নিচ্ছে তারা।

গত সোমবার দামেস্কের ইরানি দূতাবাস কম্পাউন্ডে চালানো এক বিমান হামলায় দুই ইরানি জেনারেলসহ অন্তত সাতজন নিহত হন। এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে এর “উপযুক্ত জবাব” দেওয়ার প্রত্যয় জানায় ইরান। 

হামলায় নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে শুক্রবার ইরানের ইসলামিক রেভলিউশনারী গার্ড কর্পসের (আইআরজিসি) সামগ্রিক কমান্ডার জেনারেল হোসেইন সালামি সতর্ক করে বলেন, “ইরানের সামরিক অফিসারদের হত্যা করার যে পরিণাম হবে তা থেকে ইসরায়েল রেহাই পাবে না।”

এদিকে, ইরানের প্রতিশোধমূলক হামলা ঠেকাতে মার্কিনিরা বলছে, ইরানি কনসুলেটে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে আগাম কোনো তথ্য ছিল না।

শুক্রবার ইরানের প্রেসিডেন্টের উপদেষ্টা মোহাম্মদ জামশিদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন প্রশাসনের কাছে পাঠানো ইরানের একটি বার্তার উল্লেখ করেন। যেখানে বলা হয়, “যুক্তরাষ্ট্রের জন্য নেতানিয়াহুর পাতা ফাঁদে পা দেবেন না। আঘাত পেতে না চাইলে এর থেকে দূরে থাকুন।”

অন্যদিকে, ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার হুমকির মুখে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর যুদ্ধ ইউনিটগুলোর সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোতে সেনা সংখ্যা বৃদ্ধি করে হামলা মোকাবিলার প্রস্তুতি নিয়েছে দেশটি।