সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

নিউইয়র্কে চলছে জমজমাট ঈদ কেনাকাটা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩২ এএম, ৬ এপ্রিল ২০২৪ শনিবার


     
 
নিউইয়র্কে ঈদের কেনাকাটা চলছে জমজমাট। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত প্রবাসীরা। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, বিভিন্ন দোকানে ততই ক্রেতা সমাগম বাড়ছে। ক্রেতারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবছর পোশাকের দাম কিছুটা বেশি। তারপরও পরিবারের ঈদ আনন্দের কথা ভেবে কিনতেই হচ্ছে। ইতোমধ্যেই অনেকে  ঈদের কেনাকাটা শেষ করেছেন।
এবারের ঈদে নিউইয়র্কের বিভিন্ন দোকানে দেখা যাচ্ছে নিত্য-নতুন সব পোশাকের সমাহার। বাংলাদেশের পোশাকের পাশাপাশি ভারত ও পাকিস্তান থেকেও নানা ধরনের পোশাক আসছে।  আসছে অন্যান্য দেশ থেকেও।
নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকার দোকানগুলিতে অনেককে পুুরো পরিবার-ছেলেমেয়ে নিয়ে কেনাকাটা করতে দেখা যাচ্ছে। তারা কিনছেন পরিবারের সবার পছন্দের পোষাকাদি। অনেকে কিনছেন টুপি, জায়নামাজ, আতর-সুরমা।
এবার ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে কাঞ্জিবরণ, সুতি, জামদানী, স্লিক, পাইনিসিল, হুসকি, জর্দান, কাতান, চেন্নাই সিল শাড়ি, ছেলেদের পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, মেয়েদের থ্রি পিস, ভিভেক থ্রি-পিস, সালোয়ার-কামিজ, শেরওয়ানি, লেহেঙ্গা, গারারা শারারা, কুর্তা, শাল, কটি, লেহেঙ্গা প্রভৃতি। জ্যাকসন হাইটসে আসা ক্রেতা ফাহমিদা চৌধুরী লুনা জানান, ঈদের ২-৩ দিন আগে মার্কেটে প্রচুর ভিড় হয়। তাই আগেভাগে চলে এসেছি। পছন্দের পোশাক কিনতে। তবে দাম খুব বেশি মনে হচ্ছে।
জ্যামাইকার একজন ক্রেতা লিনা আহমেদ জানান, নিজের ও পরিবারের জন্য কেনাকাটা করতে এসেছি। মনে হয় না একদিনেই হয়ে যাবে। লাগাম ছাড়া দাম।
নিউইয়র্কে ঈদকে সামনে রেখে শুধু পোশাকের দোকানে নয়, গহনার দোকানেও ভীড় লক্ষ্য করা যাচ্ছে। এ ছাড়া ঈদের দিনে রান্নার জন্য সেমাই, পায়েস রান্নার উপকরণ, মাছ, মাংস, পোলাও’র চাল, মসলাপাতি, দুধ, ডিমসহ প্রয়োজনীয় সব গ্রোসারি সামগ্রীও প্রচুর বিক্রি হচ্ছে।