মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫   ভাদ্র ৩ ১৪৩২   ২৪ সফর ১৪৪৭

ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়বে স্বয়ংক্রিয়ভাবে আর অনিশ্চিত অপেক্ষা নয়

মনোয়ারুল ইসলাম

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩৪ এএম, ৬ এপ্রিল ২০২৪ শনিবার


 

ইমিগ্রান্টদের ওয়ার্ক পারমিটের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবেই বৃদ্ধি পাওয়ার ঘোষণা দিল বাইডেন প্রশাসন। এখন আর ওয়ার্ক পারমিট রিনিউয়ালের জন্য আবেদন করার পর দুশ্চিন্তায় থাকতে হবে না। মেয়াদ ফুরানোর আগে এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট (ইএডি) কার্ড না পেলে তা স্বয়ংক্রিয়ভাবেই ১৮০ থেকে ৫৪০ দিন কার্যকর থাকবে। আবেদনকারীকে শুধুমাত্র আই-৭৯৭ অ্যাকশন রিসিপ্ট এমপ্লয়ারকে দেখালেই চলবে। অর্থাৎ ওয়ার্ক পারমিটের মেয়াদ পার হবার পরও ৫৪০ দিন পর্যন্ত কাজ করার অনুমতি নিশ্চিত হলো। এই পদক্ষেপের ফলে ওয়ার্ক পারমিট রিনিউয়ালের জন্য আবেদন করার পর আর কাউকে দুশ্চিন্তায় থাকতে হবে না।
গতকাল বৃহস্পতিবার ইউএস ইমিগ্রেশন এন্ড ন্যাচারালাইজেশন সার্ভিস (ইউএসসিআইএস) এ ঘোষণা দিয়েছে। এর আগে ওয়ার্ক পারমিটের মেয়াদ ৫ বছর করার ঘোষণা দেয়া হয়। এতে ৮ লাখ ইএডি রিনিউয়াল আবেদনকারী উপকৃত হবেন। একই সঙ্গে ৮০ হাজার এমপ্লয়ারও কর্মচারি সংকট থেকে মুক্তি পাবেন।
ইন সিটিজেন ইমিগ্রান্টরা এ সিদ্ধান্তে কিছুটা হলেও উদ্বেগ উৎকন্ঠা থেকে রেহাই পাবেন। লাখ লাখ ইমিগ্রান্টকে ওয়ার্ক পারমিট রিনিউয়ালের জন্য আবেদনের পর অনিশ্চিত অবস্থায় অপেক্ষা করে থাকতে হয়। যথাসময়ে তা না পেলে তাদের চাকুরি হারাতে হয়। অনিশ্চিত ভবিষ্যতে তাদের নিপতিত হতে হয়।
বর্তমানে ইএডি কার্ড রিনিউয়ালের জন্য আবেদন করলে ২ থেকে ২০ মাস অপেক্ষায় থাকতে হয়। সময় মতো তা না এলে বিপদ নেমে আসে। চাকুরি হারিয়ে পথে পথে ঘুরতে হয়। ইউএসসিআইএস আবেদনকারীদের কার্ডের মেয়াদ শেষ হবার ১৮০ দিন আগে আবেদন করার  পরামর্শ দিয়েছে।
ইমিগ্রেশনের কর্মকর্তারা বলেছেন, আধুনিক প্রযুক্তিগত পদ্ধতিতে আবেদনকারীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানো হবে। এমপ্লয়াররা চাইলে তা সিস্টেমে দেখতে পারবেন। ‘এমপ্লয়মেন্ট ল্যাপস’ এর আশংকায় আর পড়তে হবে না। নতুন এই নিয়মে রিফিউজি ও এসাইলাম প্রার্থীরা বিশেষভাবে উপকৃত হবেন।