যুক্তরাষ্ট্রে রেকর্ড মাত্রায় বেড়েছে মুসলিমবিদ্বেষ
নিউজ ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৩১ পিএম, ৩ এপ্রিল ২০২৪ বুধবার

মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য এবং আক্রমণের ঘটনা রেকর্ড মাত্রায় বেড়েছে। বিগত ৩০ বছরের মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি মুসলিমবিদ্বেষের ঘটনা ঘটেছে দেশটিতে। ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষ এবং ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের জেরে দেশটিতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
মঙ্গলবার মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান (অ্যাডভোকেসি গ্রুপ) কাউন্সিল অন আমেরিকান–ইসলামিক রিলেশনস (সিএআইআর) এ তথ্য জানিয়েছে।
সিএআইআর বলছে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে মোট আট হাজার ৬১টি মুসলিমবিদ্বেষী ঘটনার অভিযোগ পাওয়া গেছে, যা তার আগের বছরের তুলনায় ৫৬ শতাংশ বেশি। শুধু তাই-নয়, এটি প্রায় ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ।
সংস্থাটি আরও বলছে, গেলো বছর কেবল অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই প্রায় তিন হাজার ৬০০টি মুসলিমবিদ্বেষের ঘটনা ঘটেছে আমেরিকায়। ছুরি হামলা ও মারধরের শিকার হয়েছেন অনেকে। এছাড়াও সামাজিকভাবেও বৈষম্যের শিকার হয়েছেন অনেক মুসলিম।
জুলাইয়ের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে স্পেনজুলাইয়ের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে স্পেন
এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো দেশটিতে মুসলিমবিদ্বেষের ঘটনা কমতে দেখা গিয়েছিলো জানিয়ে সিএআইআর বলছে, কিন্তু ২০২৩ সালে তা আবার রেকর্ড পরিমাণ বেড়ে গেছে।
বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে ইসরাইল-ফিলিস্তিন চলমান যুদ্ধ মুসলিমবিদ্বেষ বৃদ্ধির প্রাথমিক শক্তি হিসেবে কাজ করেছে।