শনিবার   ০৮ নভেম্বর ২০২৫   কার্তিক ২৩ ১৪৩২   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শপথ নিলেন নারায়ণগঞ্জের ৫ এমপি

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:২৬ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ নিলেন নারায়ণগঞ্জ থেকে নবনির্বাচিত ৫ এমপি। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠানে শুরুতে শপথ নেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে আওয়ামী লীগের সংসদ সদস্যসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ জন সংসদ সদস্য জয়ী হলেও ঐক্যফ্রন্টের কেউ শপথ না নেয়ায় ২৯১ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন । এর মধ্যে নারায়ণগঞ্জের এমপি সেলিম ওসমান, এমপি শামীম ওসমান, এমপি লিয়াকত হোসেন খোকা, এমপি নজরুল ইসলাম বাবু ও এমপি গোলাম দস্তগীর গাজী শপথ গ্রহণ শেষে সংসদ সচিবালয়ের দাপ্তরিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। 

এমপিদের শপথ বাক্য পাঠ করান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। শপথ নেওয়ার সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের অন্যান্য বিজয়ী নেতৃবৃন্দ । এমপিদের শপথের কাগজে স্বাক্ষর করতে বলেন। পরবর্তী কার্যক্রম হিসেবে সাংসদদের রেজিস্ট্রারে স্বাক্ষর করতে বলা হয়। আওয়ামী লীগের সদস্যরা শপথ নেওয়ার পর জাসদ, ওয়ার্কার্স পার্টি, তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি-জেপির সদস্যরা শপথ নেন। এরপরই জাতীয় পার্টির সদস্যরা শপথ নেন।