রোববার   ২৪ আগস্ট ২০২৫   ভাদ্র ৯ ১৪৩২   ২৯ সফর ১৪৪৭

ইউক্রেনকে আড়াল করতে আইএস এর ঘাড়ে দোষ চাপাচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ২৫ মার্চ ২০২৪ সোমবার

ক্রোকাস সিটি হলে হামলার পর, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ায় নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটকে দায়ী করে ইউক্রেনকে বাঁচানোর চেষ্টা করছে এবং নিজেকে এবং তাদের তৈরি করা জেলেনস্কি প্রশাসনকে আড়ালে রাখার চেষ্টা করছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা একটি নিবন্ধে বলেছেন। 

‘আমেরিকান রাজনৈতিক প্রকৌশলীরা গল্প বানিয়েছে যে, ক্রোকাস সিটি হল হামলাটি আইএসআইএস সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা পরিচালিত হয়েছিল,’ কূটনীতিক উল্লেখ করেছেন, ‘এর মাধ্যমে ওয়াশিংটন কিয়েভের অপকর্ম ঢেকে রাখার এবং নিজেকে ও তাদের তৈরি জেলেনস্কি প্রশাসনকে আড়ালে রাখার চেষ্টা করছে ।’ 

জাখারোভা উল্লেখ করেছেন যে বেশ কয়েকটি কারণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইউক্রেনীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতায় মার্কিন কর্তৃপক্ষের জড়িত থাকার ইঙ্গিত দেয়। 

‘বিলিয়ন বিলিয়ন ডলার এবং অভূতপূর্ব পরিমাণ অস্ত্র, জবাবদিহিতা ছাড়াই বিনিয়োগ করা হয়েছে এবং কিয়েভ শাসনামলে দুর্নীতির স্কিম ব্যবহার করে, রাশিয়া সম্পর্কে আক্রমনাত্মক বক্তৃতা, উগ্র জাতীয়তাবাদ, ইউক্রেনের উপর শান্তি আলোচনার নিষেধাজ্ঞা, একটি শক্তি সমাধানের জন্য অবিরাম আহ্বান। কিয়েভ শাসন দ্বারা পরিচালিত বছরের পর বছর ধরে চলা সন্ত্রাসী হামলার নিন্দা করতে অস্বীকৃতি এবং যেকোনও সংঘাত, এমনকি জেলেনস্কির সবচেয়ে নৃশংস কর্মকাণ্ডের ব্যাপক তথ্যগত ও রাজনৈতিক সমর্থন,’ তিনি তালিকাভুক্ত করেছেন।

মুখপাত্র আরও উল্লেখ করেছেন যে, পূর্বে, মধ্যপ্রাচ্যের বিষয়ে মার্কিন হস্তক্ষেপের ফলে এই অঞ্চলে এখনও সক্রিয় থাকা বেশ কয়েকটি উগ্রপন্থী ও সন্ত্রাসী গোষ্ঠীর উত্থান, শক্তিশালীকরণ এবং প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে। ‘যুক্তি কি, আপনি জিজ্ঞাসা করতে পারেন? অর্থ এবং ক্ষমতা। এবং, সরাসরি হস্তক্ষেপের উপর আন্তর্জাতিক আইনী নিষেধাজ্ঞা বিবেচনা করে এবং সন্ত্রাসীদের হাতে বিশ্বব্যবস্থার পুনর্নির্মাণের বিষয়েও এটি একটি ‘নিয়ন্ত্রিত বিশৃঙ্খলা’ বপন করা,’ তিনি যোগ করেন, ‘হোয়াইট হাউসের জন্য একটি প্রশ্ন: আপনারা কি নিশ্চিত যে এ কাজ আইএস করেছে, আপনারা পরে আবারও আপনাদের মন পরিবর্তন করবেন না তো?’ সূত্র: তাস।