বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আইজিকে শামীম ওসমান : এটা ঠিক না

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারীর উপস্থিতিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, সবাইকে শুভ নববর্ষ। আর নববর্ষ জানানোর আগে আমার অভিযোগ হলো আপনাদের সকলের প্রিয় আপনারও প্রিয় আইজি সাহেবের বিরুদ্ধে। উনি আমাদের নারায়ণগঞ্জের দুলাভাই হোন, কিন্ত আসছেন আমাদের বোনকে ছাড়া। এটা ঠিক না।

বুধবার ২ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন মাঠে ওই অনুষ্ঠানে শামীম ওসমান আরো বলেন, ‘নারায়ণগঞ্জে আওয়ামীলীগের সৃষ্টি হয়েছে। যেখানে আওয়ামীলীগের জন্ম হয়েছে সেই নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি আইজিপিকে সালাম ও ধন্যবাদ জানাচ্ছি। আমি সবার সামনে গর্বের সাথে বলতে চাই আমাদের চ্যালেঞ্জ ছিল নির্বাচনে জয়লাভ করা না। জয়লাভ তো সবাই করতে করতে চায়। কিন্তু আমাদের চ্যালেঞ্জ ছিল নির্বাচন যেন নিস্কন্টক হয়, কেউ যেন আঙ্গুল তুলতে না পারে। আমার মনে হয় বাংলাদেশের সব জায়গায় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। নারায়ণগঞ্জে আল্লাহর রহমতে একটি পোস্টার ছিড়া-ছিড়ির ঘটনা ঘটে নাই। আমি আমার এলাকার পাশের এলাকার এবং তার পাশের এলাকার তিনটি এলাকার ব্যাপারে বলতে পারি, প্রত্যেকটি সেন্টারেই কিন্তু অন্যান্য প্রার্থী যারা ছিলেন তাদের পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন। মজার ব্যাপার হচ্ছে, আমরা তাদের খাবার সরবরাহ করেছি। নির্বাচনের পরদিনও কোথাও কোন সহিংসতার ঘটনা ঘটেনি। আমি আইজি সাহেবের কাছে অনুরোধ সংসদ সদস্য হিসেবে আমি কথা দিচ্ছি এই বক্তব্য এই অধিবেশনেই তুলে ধরবো। অত্যন্ত সৎ ২জন মানুষ যাদের নিয়ে সবাই গর্ববোধ করে। আমাদের বর্তমান ডিআইজি সাহেব আছেন, আগের আমি মনে করি, আমি নির্বাচন যা দেখলাম অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে কাজ করলেন আমি মরে করি মানুষ এইবারের নির্বাচনের পরে মানুষ সুশাসন চাইবে।

তিনি আরো বলেন, উন্নয়ন তো আমরা হচ্ছি এবং সুশাসন দেয়ার জন্য আমি পৃথিবীর বহু দেশে থেকেছি। আমি দেখেছি উন্নত দেশগুলোতে মানুষ সবচেয়ে শক্তি মনে করে পুলিশকে। বর্তমান আইজি সাহেব এবং উনার টিম আমরা সকলে মিলে, পুলিশ এখন মানুষের বন্ধু। পুলিশের সংখ্যা দিয়ে সুশাসন কমপ্লিট করা সম্ভব না। অন্তুত আগামী ৫ বছরে আরও আড়াইলাখ পুলিশ বাহিনী বাড়ানো দরকার বলে আমি মনে করি। সরকারের উচিত হবে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা। পুলিশ প্রশাসনের অধিকার আছে সুযোগ সুবিধা পাওয়ার। আমি দেখেছি পুলিশ প্রশাসন গত কয়েকদিন যাবন ঘুমান নাই। আর ঘুমান নাই বলে সুষ্ঠ নির্বাচন উপহার দেয়া সম্ভব হয়েছে। আমি নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চলনায় ছিলেন জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ। উপস্থিত ছিলেন সাংসদ সেলিম ওসমান, গোলাম দস্তগীর গাজী, লিয়াকত হোসেন খোকা, নজরুল ইসলাম বাবু, সংরক্ষিত নারী এমপি হোসনে আরা বেগম বাবলী প্রমুখ। এমপিরা বক্তব্যে সবশেষ ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকার প্রশংসা করেন।