নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:২৪ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ জন মাদক কারবারিকে আটক করেছে। অভিযানের সময় ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ জানুয়ারি) সকাল ১০টায় উত্তর চাষাড়ার চাঁদমারী এলাকায় জেলা পুলিশ সুপার হারুন অর রশিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ছিলেন- সহকারী পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা ও ফতুল্লা থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদেরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।