ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যা জানাল যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:৩১ পিএম, ১৬ মার্চ ২০২৪ শনিবার

ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের ওপর গভীর নজর রাখছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ‘আমরা এই সংশোধনের ব্যাপারে উদ্বিগ্ন। আমরা এর বাস্তবায়নের ওপর গভীর নজর রাখছি।’
গত সপ্তাহে ভারতের কেন্দ্রীয় সরকার বিতর্কিত ও ‘বৈষম্যমূলক’ বলে নিন্দিত আইনটি কার্যকর করার ঘোষণা দিয়েছে। এরপর সেদিনই দেশটির বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বিক্ষোভ হয়েছে। এই আইন ‘মুসলমানদের প্রতি বৈষম্যমূলক’ বলে সমালোচনা রয়েছে।২০১৪ সালের ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আশ্রয় নেওয়া অনিবন্ধিত অমুসলিমরা ভারতীয় নাগরিকত্ব পাবেন। এ ক্ষেত্রে কোনো নথিও চাওয়া হবে না। ২০১৯ সালে লোকসভায় আইনটি পাস হয়েছিল।
ম্যাথু মিলারকে প্রশ্ন করা হয়েছিল এই আইন কি ধর্মীয় স্বাধীনতা ক্ষুন্ন করতে পারে? জবাবে তিনি বলেন, তারা এই আইন বাস্তবায়নের ওপর গভীর নজর রাখছে। ধর্মীয় স্বাধীনতা ও সব সম্প্রদায়ের প্রতি সমান আচরণ গণতন্ত্রের মৌলিক নীতি।