হোয়াইট হাউজের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন তারা
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:১৮ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার

ইউক্রেইনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা ও রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির স্ত্রীকে স্টেইট অফ ইউনিয়নে আমন্ত্রণ জানানো হলেও তারা অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউযের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
জানা গেছে, হোয়াইট হাউস ফার্স্ট লেডি জিল বাইডেনের পাশে ওলেনা জেলেনস্কা ও ইউলিয়া নাভালনায়াকে বসানোর পরিকল্পনা করেছিল। তবে নাভালনির স্ত্রীর উপস্থিতি ইউক্রেইনিয়ানদের জন্য অস্বস্তি সৃষ্টি করেছে।
এর কারণ নাভালনি অতীতে বিভিন্ন বিবৃতিতে ক্রিমিয়া রাশিয়ার অংশ হিসেবে দাবি করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৪ সালে ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে সংযুক্ত করেন।
স্টেইট অফ দ্য ইউনিয়ন ভাষণে বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন কীভাবে বৈদেশিক নীতির বিষয়গুলো মোকাবিলা করতে যাচ্ছেন এবং তিনি হাউস রিপাবলিকানদের ইউক্রেইনের আরও সহায়তা সমর্থন করার জন্য চাপ দিতে যাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে কারিন বলেন, ‘প্রেসিডেন্ট তার চেষ্টা অব্যাহত রাখবেন। হাউস রিপাবলিকানদের এ নিয়ে এগিয়ে যেতেও কথা বলবেন তিনি। এ ছাড়া স্পিকারকে জাতীয় সুরক্ষার পরিপূরককে সামনে আনতে হবে।’
কারিন আরও বলেন, ‘আমরা জানি যে এটি অপ্রতিরোধ্য সমর্থন পাবে। আমরা রাজনীতিকে আমাদের জাতীয় নিরাপত্তার পথে বাধা হতে দিতে পারি না।’