রোববার   ২৪ আগস্ট ২০২৫   ভাদ্র ৯ ১৪৩২   ২৯ সফর ১৪৪৭

আবারও লড়াইয়ে বাইডেন-ট্রাম্প!

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:১৩ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার

প্রেসিডেন্ট মনোনয়ন দৌঁড়ে পিছু হটলেন নিকি হ্যালি

 
 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও মুখোমুখি হচ্ছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। সুপার টিউসডে প্রাইমারি নির্বাচনে বিপুল বিজয়ের পর রিপাবলিকান দলে ট্রাম্পের একমাত্র প্রতিদ্বন্দ্বি নিকি হ্যালি প্রেসিডেন্ট পদে মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বাইডেন-ট্রাম্পের লড়াই দেখতে যাচ্ছে বিশ্ব।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন বাছাই প্রক্রিয়া প্রাইমারি নির্বাচন হিসেবে পরিচিত। আর সবচেয়ে বেশি সংখ্যক অঙ্গরাজ্যে একদিনে প্রাইমারি হওয়ায় মঙ্গলবার দিনটি মার্কিন ভোটের রাজনীতিতে সুপার টিউসডে নামে পরিচিত। এদিন ১৫টি অঙ্গরাজ্য ও একটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে প্রাইমারি নির্বাচন হয়েছে। এরমধ্যে ক্ষমতাসীন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন সবকয়টি অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন। শুধুমাত্র হেরেছেন ইউএস টেরিটোরি আমেরিকার সামোয়া অঞ্চলে। সেখানে অবিশ্বাস্যভাবে নিজ দলের স্বল্প পরিচিত জেসন পালমার বাইডেনকে হারিয়ে দিয়েছেন। যদিও এরইমধ্যে বাইডেন তার প্রার্থীতা প্রায় নিশ্চিত করে ফেলেছেন।
সুপার টিউসডেতে রিপাবলিকান দলের প্রাইমারি হয়েছে ১৫টি অঙ্গরাজ্য। এতে প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে পরাজিত করে প্রত্যাশিত জয় পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিকি হ্যালি জয়ী হন কেবল একটি অঙ্গরাজ্য ভারমন্ট-এ। ট্রাম্পের বিশাল এই জয়ের পর বুধবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নিকি হ্যালি।
এদিকে, একে তো নির্বাচনে জয়, অপরদিকে একমাত্র প্রতিদ্বন্দ্বি নিকি হ্যালির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা, সবমিলিয়ে ট্রাম্প শিবিরে চলছে উৎসব। ফ্লোরিডায় নিজের আবাসস্থল মার-এ লাগোতে ট্রাম্প বলেন, সুপার টিউসডে মার্কিন জনগণের জন্য দারুণ একটি দিন। এখন আর কেউ তাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র করতে পারবে না।
এবছর ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা হবে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের। যদিও ট্রাম্পের বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি মামলা বিচারাধীন থাকায় আইনি প্রক্রিয়া কি হবে, কিংবা ট্রাম্প দোষী সাব্যস্ত হলে কি হবে-সেই বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।