রোববার   ২৪ আগস্ট ২০২৫   ভাদ্র ৯ ১৪৩২   ২৯ সফর ১৪৪৭

বিমানবন্দরে চালু হচ্ছে স্বয়ংক্রিয় স্ক্রিনিং

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৫৪ এএম, ২ মার্চ ২০২৪ শনিবার

বোর্ডিং পাস ও আইডির ঝামেলা আর নয়

   

বিমানবন্দরে আর নয় বোর্ডিং পাস, আইডি কিংবা পাসপোর্ট দেখাবার ঝামেলা। অতঃপর এসব আর দেখাতে হবে না। ‘ফেসিয়াল রিকোগনিশন টেকনোলজি’ নামের ডিজিটাল ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনিং প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে।
গত বছর সিঙ্গাপুর ঘোষণা করেছিল, বিমান বন্দরে বায়োমেট্রিক ভিত্তিক প্যাসেঞ্জার স্ক্রিনিং হবে। এয়ারপোর্টে বোর্ডিং পাস কমপিউটার প্যাডে ধরলেই কিংবা ফেসিয়াল রিকোগনিশনের মাধ্যমে বিমানযাত্রীর জাতিয়তা-সহ সকল তথ্য শনাক্ত হয়ে যাবে। কাস্টমস সেকশনে যাবার আগেই প্রি-স্ক্রিন সম্পন্ন হবে। ২০২৪ সালে যুক্তরাজ্যের এয়ারপোর্টগুলো আরও একধাপ এগিয়ে যায়। প্যাসেনজারের কাস্টমস চেকেরও প্রয়োজন হচ্ছে না। তবে তাদের এই আধুনিক ডিজিটালাইজড পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুধুমাত্র ব্রিটিশ ও ইউরোপীয়ান পাসপোর্টধারীদের জন্য চালু হয়েছে।
যুক্তরাষ্ট্র এ ব্যাপারে পিছিয়ে থাকলেও ‘ফেসিয়াল রিকোগনিশন টেকনোলজি’ ব্যবহার করে যাত্রীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর ঝামেলা থেকে রেহাই দেয়ার উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ইউনাইটেড এয়ারলাইনস বলেছে, তারা ট্রান্সপোর্টেশন সিকিউরিটি এডমিনিস্ট্রেশনের (টিএসএ) সাথে ডিজিটালাইজড পদ্ধতি নিয়ে কাজ করছেন। এটি চূড়ান্ত হলে বোর্ডিং পাস ও আইডি প্রদর্শন ছাড়াই যাত্রীরা সিকিউরিটি গেট পার হতে পারবেন। বর্তমানে এক্সপেডাইট সিকিউরিটি পাস এর মাধ্যমে ইউএস সিটিজেন ও গ্রীনকার্ড হোল্ডাররা দ্রুত চেকিং সম্পন্ন করতে পারেন। এতে যাত্রীদের ‘লো রিস্কড ট্রাভেলার’ হিসেবে আবেদন করতে হয়। এতে প্রতি ৫ বছরের জন্য গুণতে হয় ৭৮ ডলার।
কানকুন এয়ারপোর্টে আমেরিকান যাত্রীদের জন্য হ্যাসেল ফ্রি ডিজিটালাইজড ইমিগ্রেশন প্রক্রিয়া চালু করা হয়েছে। কোন অফিসার কাউন্টাওে থাকেন না। প্রত্যেক বুথে একটি ক্যামেরা ও কম্পিউটার বসানো রয়েছে। পাসপোর্ট স্ক্যান করার পর ক্যমেরার সামনে দাঁড়াতে হয়। ফেসিয়াল রিকোগনিশনের পর স্বয়ংক্রিয়ভাবে গেট খুলে যায়।