বাইডেনের বিকল্প পয়লা পছন্দ মিশেল!
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৪৮ এএম, ২ মার্চ ২০২৪ শনিবার

প্রেসিডেন্ট পদে জো বাইডেনের চেয়ে মিশেল ওবামাই ডেমোক্র্যাট ভোটারদের কাছে অধিকতর পছন্দ। দলটির শতকরা ৫০ ভাগ রেজিস্টার্ড ভোটার মনে করেন, নভেম্বরের নির্বাচনের আগে ৮১ বছর বয়স্ক বাইডেনের বিকল্প অন্য কোন প্রেসিডেন্ট প্রার্থী বেরিয়ে আসবে। সে ক্ষেত্রে মিশেল ওবামাই তাদের ‘এক নম্বর চয়েস’।
সম্প্রতি রাসমুশেন জরিপের রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তবে ৩৩ ভাগ ভোটার মনে করেন, নির্বাচনের আগে এমন সময়ে প্রার্থী রদবদল সম্ভব নয়।
প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচন না করলে কে হবেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী এ ব্যপারে ডেমোক্র্যাটদের মধ্যে কোন পরিষ্কার ধারণা নেই। তবে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার নাম উঠে আসছে ঘুরেফিরে। আরও সম্ভাব্য যাদের নাম এসেছে তারা হলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারী ক্লিনটন, ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম ও মিশিগান গর্ভনর হুইটমার। জনমত জরিপে তাদের পক্ষে সর্বোচ্চ ১৫ ভাগ ভোট পড়েছে। বাইডেনের ব্যাপারে ভোটাররা খুশি নন। ২০ ভাগের বেশি ভোটার সমর্থন করেছেন মিশেল ওবামাকে। ১৫ ভাগ ভোটার বাইডেনের পরিবর্তে কমালা হারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে দেখতে চান। ১২ ভাগের সর্মথন হিলারী ক্লিনটনের ওপর। নিউসম ও হুইটমার উভয়েই পেয়েছেন ৯ ভাগ সর্মথন।
এদিকে মিশেল ওবামা বলেছেন, তিনি এবং তার স্বামী বারাক ওবামাস প্রেসিডেন্ট পদে জো বাইডেনকেই সর্মথন দেবেন। মিশেল বলেছেন, তিনি রাজনীতির বাইরেই থাকতে চান।
প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে গত কয়েক মাস ধরে প্রশ্ন উঠছে। বিশেষ করে বক্তৃতার সময় জড়িয়ে যাওয়া ও স্মৃতি শক্তি লোপ পাওয়ার মতো কিছু ঘটনা গত এক বছরে ঘটেছে। অবশ্য হোয়াইট হাউজের চিকিৎসক বুধবার এক বিবৃতিতে জো বাইডেনের সম্পূর্ণ সুস্থতার কথা বলেছেন।
রাসমুশেন রিপোর্ট গত ১৮ থেকে ২০ ফেব্রয়ারির মধ্যে পরিচালিত জরিপের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। ৯৬০ জনের ওপর পরিচলিত এই জরিপ টেলিফোন ও অনলাইনে পরিচালনা করা হয়।