সিয়েনা কলেজ জরিপ
বাইডেনকে চাচ্ছেন না ৭০ ভাগ নিউইয়র্কার
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৫৮ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার

নিউইয়র্কের শতকরা ৭০ ভাগ ভোটার বিশ্বাস করেন জো বাইডেন আরেক দফা প্রেসিডেন্টের জন্য ফিট নন। পাশাপাশি ৫০ ভাগেরও বেশি ভোটার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে নেতিবাচক মনোভাব দেখিয়েছেন। তারা বলেছেন, ট্রাম্পও ২০২৫-২৮ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে সক্ষম হবেন না। গত বুধবার ২১ ফেব্রুয়ারি সিয়েনা কলেজ জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
জরিপে মাত্র ৭ ভাগ ভোটার বাইডেন ও ট্রাম্পকে ফিট বলে মতামত দিয়েছেন। নিউইয়র্কের অধিকাংশ ভোটার বাইডেনের স্বাস্থ্য ও বয়সজনিত স্মরণশক্তি ঘাটতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রাম্পের স্বাস্থ্যগত ফিটনেসের পাশাপাশি বেসামাল কথাবার্তা ও অস্থিরতাকে প্রেসিডেন্ট হিসেবে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে।
জরিপে ৪১ ভাগ ভোটার তৃতীয় কোন কাউকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। মাত্র ২৮ ভাগ ভোটার বাইডেন বা ট্রাম্পকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখতে চান। তবে নিউইয়র্কের ৬১ ভাগ রিপাবলিকান ট্রাম্পকেই প্রার্থী হিসেবে দেখতে চান। ৪৮ ভাগ ডেমোক্র্যাট বাইডেনকেই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে রাখার পক্ষে অভিমত দিয়েছেন।