আলাস্কায় কিশোরীর ৯৯ বছর জেল
ভিডিওতে লাইভ দৃশ্য ধারণের জন্য খুন
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:৩৯ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার

বান্ধবীকে খুন করে সেই খুনের লাইভ দৃশ্য ভিডিওতে ধারণ করার অপরাধে আলাস্কার ২১ বছর বয়স্ক কিশোরী ডেনালি ব্রেহমারকে গত সোমবার ৯৯ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। এই খুনের জন্য তাকে প্রলুব্ধ করার দায়ে তার ফেসবুক বন্ধু ইন্ডিয়ানা স্টেটের ডারিন শিলমিলারকে এর আগেই ৯৯ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। এই হত্যাকান্ডে সহযোগিতার অভিযোগে ব্রেহমারের অপর এক বান্ধবী কেইডেন ম্যাকইনতোষের বিচার কাজ এখনও চলছে।
২০১৯ সালে সংঘটিত শিউরে ওঠার মতো এ ঘটনার বিবরণে জানা গেছে, ব্রেহমারের ফেসবুক বন্ধু শিলমিলার নিজেকে মিলিয়নিয়ার হিসেবে দাবী করে ব্রেহমারকে একটি খুনের দৃশ্যের লাইভ ভিডিও করে তাকে পাঠাবার কথা বলে। এর বিনিময়ে ব্রেহমারকে ৯ মিলিয়ন ডলার দেয়ার প্রস্তাব দেয় সে। এই প্রলোভনে ব্রেহমার তার বান্ধবী কেইডেনের সাথে পরামর্শ করে তাদের ঘনিষ্ঠ বান্ধবী সিনথিয়া হফম্যানকে হত্যার পরিকল্পনা আঁটে। এই খুনে সহযোগিতার জন্য ব্রেহমার বান্ধবী কেইডেনকে অর্থের ভাগ দিতে সম্মত হয়। পরিকল্পনা অনুযায়ী ব্রেহমার এবং কেইডেন তাদের ঘনিষ্ঠ বান্ধবী সিনথিয়াকে নিয়ে হাইকিং করতে বের হয়। হাইকিংয়ের এক পর্যায়ে ব্রেহমার পেছন থেকে সিনথিয়ার মাথায় গুলি করে এবং এ হত্যার দৃশ্য্র কেইডেন ভিডিওতে ধারণ করে। এরপর তারা সিনথিয়ার লাশ পাশের নদীতে ফেলে দেয়।
সিনথিয়া নিখোঁজ হওয়ার একদিন পর পুলিশ নদী থেকে তার লাশ উদ্ধার করে। এই ঘটনার সময় ব্রেহমারের বয়স ছিল ১৮ এবং কেইডেন ও সিনথিয়ার ১৬। অ্যাংকোরেজের একটি আদালত তাদেরকে দন্ডিত করেছে। ৯৯ বছরের কারাদন্ড আলাস্কায় সর্বোচ্চ শাস্তি। অভিযুক্তরা সবাই তাদের অপরাধ স্বীকার করেছে। শিলমিলারকে গত মাসেই দন্ডিত করা হয়েছে। তাকে আলাস্কা থেকে বহিস্কার করে ইন্ডিয়ানাতে ফেরত পাঠাবারও নির্দেশ দেয়া হয়েছে।