নাগরিকত্ব পেয়েছেন ৯ লাখ অভিবাসী
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:০৩ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার

১ কোটি ইমিগ্রেশন কেসের নিষ্পত্তি: ব্যাকলগে অগ্রগতি
যুক্তরাষ্ট্রে দ্রুত গতিতে ইমিগ্রেশন কেসগুলো নিষ্পত্তি হচ্ছে। এক বছরে এক কোটি আবেদনের ফয়সালা হয়েছে। এরমধ্যে ১০ লাখ মানুষের নাগরিকত্ব আবেদনের ইন্টারভিউ হয়েছে। ৯ লাখ ইমিগ্রান্ট নতুন আমেরিকান হিসেবে শপথ নিয়েছেন ২০২৩ সালে। গত ১২ ফেব্রুয়ারি ইউনাইটেড স্টেটস সিটিজেনশীপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) এ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, গত এক যুগে এত বিপুল সংখ্যক ইমিগ্রেশন আবেদনের নিষ্পত্তি ঘটেনি। ব্যাকলগ কমেছে শতকরা ১৫ ভাগ।
এদিকে ২০২৩ সালে বিভিন্ন ক্যাটগরিতে ১ কোটি ৯ লাখ ইমিগ্রেশন সংক্রান্ত আবেদন পেয়েছে ইউএসসিআইএস। এ প্রতিষ্ঠানটির পরিচালক উর জাদৌ বলেছেন, ইউএসসিআইএস এর কর্মিবাহিনী নিয়ে আমি গর্বিত। রেকর্ড সংখ্যক কেস তারা নিষ্পত্তি করেছে গেল বছর। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারও ব্যাকলগ দূর করতে কাজে লাগানো হচ্ছে। ৯ লাখ নতুন আমেরিকানের মধ্যে ১২ হাজার ইমিগ্রান্ট মিলিটারি সদস্য নাগরিকত্বের শপথ নিয়েছেন।
ইউএসসিআইএস এর বিজ্ঞপ্তিতে বলা হয়, কাস্টমার সার্ভিসের গুণগত মানের পরিবর্তন হয়েছে। অনলাইনে অনেক আবেদন সম্পন্ন করা হচ্ছে। এর মধ্যে ঠিকানা পরিবর্তন, বায়োমেট্রিক টেস্টেও সিডিউল পরিবর্তন ও আবেদনের অগ্রগতি উল্লেখযোগ্য। ১-৮০০ নম্বরে কল করার পাশাপাশি টেক্সট আদান প্রদানের সুবিধা সংযুক্ত করা হয়েছে। এখন আর ঘন্টার পর ঘন্টা টেলিফোনে কাস্টমারদের অপেক্ষা করতে হয় না।
ডিপার্টমেন্ট অব স্টেটের সাথে সমন্বয় রেখে ইমিগ্রেশন বিভাগ ২০২৩ সালে কাজ ভিত্তিক ২ লাখ ইমিগ্রেশন ভিসার আবেদন নিষ্পত্তি করেছে। ওয়ার্ক পারমিটের মেয়াদকাল ৫ বছরে বৃদ্ধি করা হয়েছে।
ইউএসসিআইএস পরিচালক উর জাদৌ বলেছেন, বিশ্বব্যাপী মানবিক সংকট তীব্রতর হচ্ছে। যুক্তরাষ্ট্রও এর থেকে বাইরে নয়। সীমান্তে লাখ লাখ শরণার্থী সমবেত হচ্ছে। তা সামাল দিতে আমরা হিমশিম খাচ্ছি। গত এক বছরে সীমান্ত পথে প্রবেশ করা ১ লাখ মাইগ্র্যান্টের ইন্টারভিউ নেয়া হয়েছে। এর মধ্যে ৬০ হাজার মানুষ এদেশে থাকার অনুমতি পেয়েছে। ৫২ হাজার এসাইলাম কেস মঞ্জুর করা হয়েছে। তিনি বলেন, ডিপার্টমেন্ট পর্যাপ্ত জনবল ও আর্থিক সহায়তা পেলে আগামী ৫ বছরে ইমিগ্রেশনের ব্যাকলগ পুরো দূর করা সম্ভব।