সোমবার   ২৫ আগস্ট ২০২৫   ভাদ্র ৯ ১৪৩২   ০১ রবিউল আউয়াল ১৪৪৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ভীত নয় ইরান: আইআরজিসি প্রধান

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরান ভীত নয় বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল হোসেন সালামি।

বুধবার এই হুশিয়ারি উচ্চারণ করে জেনারেল হোসেন সালামি বলেন, আমরা ইরানকে লক্ষ্যবস্তু করার বিষয়ে আমেরিকান কর্মকর্তাদের কাছ থেকে কিছু হুমকি শুনেছি। আমরা তাদের বলছি— আপনারা আমাদের পরীক্ষা করেছেন এবং আমরা একে অপরকে চিনি। আমরা কোনো হুমকিকে জবাবহীন ছেড়ে দিই না। আমরা যুদ্ধ চাই না, তবে আমরা এতে ভীত নই।

গত রোববার জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরান-সমর্থিত ইরাকি প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। এ ঘটনায় তিন মার্কিন সেনা নিহত হন।