সোমবার   ২৫ আগস্ট ২০২৫   ভাদ্র ১০ ১৪৩২   ০১ রবিউল আউয়াল ১৪৪৭

এবার রিফান্ড বেশি পাওয়া যাবে

২৯ জানুয়ারি ট্যাক্স ফাইলিং

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪০ এএম, ২৭ জানুয়ারি ২০২৪ শনিবার


 

গত বছরের তুলনায় এবার আমেরিকানরা বেশি ট্যাক্স রিফান্ড পাবেন। ২০২৩ সালে ইনফ্লেশনের কারণে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) নতুন ট্যাক্স ব্রাকেট তৈরি করেছে। ট্যাক্স বিশেষজ্ঞরা বলছেন, এ কারণে গত বছরের তুলনায় রিফান্ড বেশি পাওয়া যাবে। আগামী মঙ্গলবার ২৯ জানুয়ারি থেকে ট্যাক্স সিজন শুরু হচ্ছে। তা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
জ্যাকসন হাইটস এর চিফ ট্যাক্স ইনফরমেশন অফিসার মার্ক স্টেবার বলেছেন, গতবারের তুলনায় ২০২৪ সালে ট্যাক্স ফাইলে আমেরিকানরা কমপক্ষে শতকরা ১০ ভাগ বেশি রিটার্ন পাবেন। এভাবেই আইআরএস ট্যাক্স ব্রাকেট তৈরি করেছে। ২০২২ সালের ট্যাক্স ফাইলে ২০২৩ সালে সবাই ২০২১ সালের তুলনায় শতকরা ৩ ভাগ কম রিটার্ন পেয়েছিলেন।
ইনফ্লেশনের কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। ইনফ্লেশন ও দেশের মানুষের আয়ের সমন্বয় ঘটাতে নতুন ইনকাম ব্রাকেট তৈরি করেছে আইআরএস। মার্ক স্টেবার সিবিএস মানিওয়াচকে বলেছেন, গল বছরের তুলনায় সর্বোচ্চ ১০ ভাগ বেশি ট্যাক্স রিটার্ন পাওয়া যাবে। ডিপার্টমেন্ট অব  লেবারের পরিসংখ্যান অনুসারে ২০২৩ সালে নাগরিক সাধারণের আয় বেড়েছে গড়ে শতকরা ৫.৫ ভাগ। অথচ ইনফ্লেশন ছিল শতকরা ১৫ ভাগের উপরে। এ কারণে আইআরএস ইনকাম সমন্বয় এনেছে ট্যাক্স ব্রাকেটে। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষেরা এ বছর বেশি পরিমাণে ট্যাক্স রিটার্ন পাবেন।  ট্যাক্স রিটার্নের অর্থ প্রত্যেক পরিবারেই অতিরিক্ত অর্থের সংযোজন ঘটাবে।
যারা বাড়িতে সোলার সিস্টেম সংযোজন করেছেন সেসব বাড়ির মালিকরা এবার বড় ধরনের রিটার্ন পাবেন। হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ি যারা কিনেছেন তারাও বড় ধরনের রিটার্ন পাবেন বলে ধারণা করা হচ্ছে।
সন্তানসহ নিম্ন আয়ের মানুষেরাও বড় ধরনের ট্যাক্স রিটার্ন পাবেন। এক্ষেত্রে তারা গতবারের আর্নন্ড ইকাম ট্যাক্স ক্রেডিট ৬ হাজার ৯৩৫ ডলারের স্থানে এবার ৭ হাজার ৪৬০ ডলার পাবেন। গত বছর প্রতি সন্তানের জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট ছিল ১ হাজার ৬০০ ডলার। এবার তা বেড়ে হচ্ছে ১ হাজার ৮০০ ডলার।
২৯ জানুয়ারি শুরু হচ্ছে ট্যাক্স ফাইলিং। সাধারণত ট্যাক্স ফাইল করার ৩ সপ্তাহ পর জনগণ ট্যাক্স রিটার্ন পেতে শুরু করেন। ইলেকট্রনিক ফাইল ও ব্যাংক ডিপোজিট অপশন গ্রহণ করলে দ্রুত অর্থ পাওয়া যায়। পোস্টাল মেইলে চেক পেতে একটু বেশি সময় লাগে।