সোমবার   ২৫ আগস্ট ২০২৫   ভাদ্র ১০ ১৪৩২   ০১ রবিউল আউয়াল ১৪৪৭

নাইট্রোজেন গ্যাস দিয়ে প্রথমমৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রে

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ২৫ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

বৃহস্পতিবার দেশটির আলাবামা রাজ্যে কেনেথ ইউজিন স্মিথ নামের এক আসামির মৃত্যুদণ্ড এভাবে কার্যকর করার দিন নির্ধারিত রয়েছে। 

১৯৮৮ সালে এলিজাবেথ সেনেট নামের এক নারীকে জন ফরেস্ট নামক এক ব্যক্তির সঙ্গে মিলে খুুন করেন ইউজিন স্মিথ। ২০১০ সালেই স্মিথের সহযোগী ফরেস্টকে মৃতু্যুদণ্ড দেয়া হয়। এরপর ২০২২ সালে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠ অংশ স্মিথকে ইনজেকশন প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি দেন। সেসময় এই বিচার প্রক্রিয়ায় অংশ নেয়া ৯ জন বিচারপতির মধ্যে ৩ জন এ সিদ্ধান্তের ব্যাপারে ভিন্নমত জানান।

এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে রায়ের পর প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগ করে প্রথম দফায় স্মিথের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হলেও সিদ্ধান্ত স্থগিত করা হয়। 

স্মিথের আইনজীবীরা এ বিষয়ে আদালতে আপিল করেন। তবে বুধবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট স্মিথের আপিল বাতিল করে দিয়েছেন।

স্মিথের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া সম্পর্কে এবিসি নিউজ জানায়, বিশেষভাবে তৈরি একটি মাস্ক পরিয়ে স্মিথের শরীরে সর্বোচ্চ ১৫ মিনিট নাইট্রোজেন প্রবেশ করানো হবে। এর কারণে কিছুক্ষণের মধ্যে নাইট্রেজেন হাইপোক্সিয়া বা নিঃশ্বাসে নাইট্রোজেনের উপস্থিতির কারণে বমি শুরু হবে এবং তার কয়েক মিনিটের মধ্যে মৃত্যু হতে পারে।

ইতোমধ্যেই নাইট্রোজেন প্রয়োগে এই ধরনের মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে আপত্তি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচসহ (এইচআরডব্লিউ) বিভিন্ন মানবাধিকার সংগঠন।