২৯ জানুয়ারি থেকে ট্যাক্স সিজন শুরু
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:১০ এএম, ২০ জানুয়ারি ২০২৪ শনিবার
২৯ জানুয়ারি থেকে ২০২৩ সালের ট্যাক্স ফাইল শুরু হচ্ছে। তা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। প্রবাসী বাংলাদেশিসহ কোটি কেটি আমেরিকান বছরের শুরুতেই ট্যাক্স রিটার্ণের প্রত্যাশায় অপেক্ষা কওে থাকেন। ফেডারেল সরকারের পক্ষ থেকে চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। গত বছর ১৭ বছরের নীচে প্রত্যেক ছেলেমেয়ের জন্য ট্যাক্স ক্রেডিট ছিল ১৬ শত ডলার। এবার তা বাড়িয়ে ১৮ শত ডলার করার প্রস্তাব এসেছে। বিলটি এখনও কংগ্রেস পাশের অপেক্ষায়।
প্রফেশনাল একাউন্ট্যান্ট সিপিএ সারোয়ার চৌধুরী সাপ্তাহিক আজকালকে ট্যাক্স সিজন শুরু হওয়া প্রসংগে বলেন, ২৯ জানুয়ারি থেকে ট্যাক্স ফাইলিং শুরু হচ্ছে। তবে কংগ্রেসে একটি বিল নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে আলোচনা চলছে। এ বিলটি পাস হলে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা উপকৃত হবেন। যার মধ্যে রয়েছে চাইল্ড ক্রেডিট এর বিষয়টি। এতে বলা হয়েছে, ২০২৩ সালে ১৭ বছরের নীচের প্রত্যেক ছেলেমেয়ের জন্য ১৮ শত ডলার ট্যাক্স ক্রেডিট দেয়া হবে। ২০২৪ সালে হবে ১৯ শত ডলার। ২০২৫ সালে প্রত্যেক ছেলেমেয়ের জন্য ২ হাজার ডলার করে ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে।
তিনি বলেন, ইনকাম লেভেল খুব কম থাকলে অনেকেই চাইল্ড ট্যাক্স ক্রেডিট পান না। এবার তা সংশোধন করা হচ্ছে। নামমাত্র ইনকাম থাকলেও নিম্ন আয়ের লোকরা চাইল্ডের জন্য ক্রেডিট পাবেন। ধারণা করা হচ্ছে ২৫ জানুয়ারির মধ্যে ডেমোক্র্যাট ও রিপাবলিক্যানরা বিলটির প্রশ্নে সমঝোতায় আসতে পারবেন। তা পাশ হলে ৫ কোটি আমেরিকান পরিবার উপকৃত হবে। তিনি তাড়াহুড়া না করে সকল কাগজপত্র সংগহ করে ট্যাক্স ফাইল করার জন্য বাংলাদেশি কমিউনিটির প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, যারা মার্কেট প্লেস থেকে হেলথ কেয়ার ইন্সুরেন্স কিনেছেন তাদেরকে অবশ্যই ১০৯৫ এ ফরমসহ ট্যাক্স ফাইল করতে হবে।