সোমবার   ২৫ আগস্ট ২০২৫   ভাদ্র ১০ ১৪৩২   ০১ রবিউল আউয়াল ১৪৪৭

নিউইয়র্কে ট্রাম্পের বিরুদ্ধে রায় ৩১ জানুয়ারি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:২১ এএম, ১৩ জানুয়ারি ২০২৪ শনিবার

প্রতারণা মামলার শুনানি শেষ

 
আজকাল রিপোর্ট -
অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে সরাসরি আক্রমণ ও বিচারক আর্থার এফ এনগোরোনকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার মধ্য দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার শেষ করেছেন তার বিরুদ্ধে নিউইয়র্কে দায়ের করা প্রতারণা মামলার সমাপনী যুক্তি উপস্থাপন। এর মধ্য দিয়েই সমাপ্তি ঘটল এই মামলার শুনানি। এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামীপক্ষ উভয়েই তাদের যুক্তিতর্ক পেশ করা সম্পন্ন করেন।  
‘নিউইয়র্ক সিভিল ফ্রড ট্রায়াল’ নামে অভিহিত তিন মাসের বেশি সময় ধরে চলা এই মামলায় অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্পের রিয়েল স্টেট ব্যবসা নিষিদ্ধ করার পাশাপাশি এবং তার অর্থনৈতিক দলিলপত্র জালিয়াতি করার শাস্তি হিসাবে ৩৭০ মিলিয়ন ডলার জরিমানার আবেদন রেখেছেন। মামলার বিচারক এনগোরোন ৩১ জানুয়ারির মধ্যে তার রায় ঘোষণা করবেন বলে আভাস দিয়েছেন। উল্লেখ্য, এই মামলায় কোন জুরি নেই। বিচারক এককভাবেই তার সিদ্ধান্ত দেবেন।
এর আগে গত সপ্তাহে ট্রাম্প মামলার শেষে তার আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেয়ার অনুমতি প্রার্থনা করেন। গতকাল বৃহস্পতিবার বিচারক তাকে অনুমতি দিলেও স্মরণ করিয়ে দেন তিনি যেন প্রাসঙ্গিক বিষয়ের মধ্যেই তার বক্তব্য সীমিত রাখেন। কিন্তু ট্রাম্প তার নির্দেশ না মেনেই মামলার বাদী লেটিশিয়া জেমস ও তার বিরুদ্ধে মন্তব্য করতে থাকেন তখন বিচারক তাকে থামিয়ে দেন।  ছয় মিনিটের বক্তব্যে ট্রাম্প উত্তেজিতভাবে বলেন, ‘আমি নিরপরাধ ব্যক্তি। আমি কোন অন্যায় করিনি। এখানে যা ঘটছে তাতে আমি এক প্রতারণার শিকার হয়েছি। আমি যাতে আর জয়লাভ করতে না পারি তার জন্য সরকারি কর্মকর্তারা আমাকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।’
ছয় মিনিট তার বক্তব্য শোনার পর জজ এনগোরোন তাকে আর এক মিনিটের মধ্যে শেষ করতে বলেন। এ সময় ট্রাম্প বলেন, ‘আপনি তো একটা এজেন্ডা নিয়ে এসেছেন। আপনি আমার কথা শুনছেন না। আমি জানি আমার কথা আপনার কাছে খুব বিরক্তিকর ঠেকছে।’ এ সময় জজ ট্রাম্পের কৌশুলি ক্রিস্টোফার কিসেকে বলেন, ‘আপনার মক্কেলকে সামলান।’ এরপর জজ ট্রাম্পকে বলেন, ‘আপনার আর এক মিনিটি সময় আছে।’ এক মিনিট পরই তিনি দুপুরের খাওয়ার বিরতির জন্য আদালত মুলতবী ঘোষণা করেন।