সোমবার   ২৫ আগস্ট ২০২৫   ভাদ্র ১০ ১৪৩২   ০১ রবিউল আউয়াল ১৪৪৭

যুদ্ধ চলতে পারে আরও এক বছর, উদ্বেগে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:২৯ পিএম, ৮ জানুয়ারি ২০২৪ সোমবার

ইসরায়েলের গাজা হামলা ৮ জানুয়ারি চতুর্থ মাসে প্রবেশ করেছে। এখনো মধ্য ও দক্ষিণ গাজায় সমানতালে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কিন্তু গাজাকে হামাসমুক্ত করতে চলতি যুদ্ধ আরও প্রায় এক বছর অব্যাহত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের কর্মকর্তারা। কিন্তু যুদ্ধ দ্রুত শেষ করা না গেলে তা মধ্যপ্রাচ্যের অন্য অংশেও ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

রবিবার (৭ জানুয়ারি) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র দানিয়ে হ্যাগারি সাংবাদিকদের বলেছেন, মধ্য ও দক্ষিণ গাজা বেশি জনবহুল। গাজার এ অংশে হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক আরও বেশি বিস্তৃত। এসব সুড়ঙ্গ ও হামাসের ঘাঁটি সম্পর্কে যথাযথ তথ্য পেতে আমাদের আরও প্রায় তিন মাস লাগতে পারে। এ অবস্থায় ২০২৪ সালের পুরোটা সময় যুদ্ধ চলতে পারে। 

আইডিএফ মুখপাত্রের মতো একই ধরনের মত দিয়েছেন ইসরায়েলের সাবেক মেজর জেনারেল আমোস ইয়াদলিন। ২০১৭ সালে সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট (আইএস) বিরোধী যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন ইয়াদলিন। 

গাজার অবস্থাকে ইরাক ও সিরিয়ার চেয়ে বেশি চ্যালিঞ্জিং বলে মনে করেন ইয়াদলিন। সাবেক এ সেনা কর্মকর্তা বলেন, এটা ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধ নয়। ইরাকের মাসুল ও সিরিয়ার রাক্কায় গাজার মতো শক্তিশালী সুড়ঙ্গ নেটওয়ার্ক ছিল না। আমাদের সঙ্গে ৮৫ দেশের জোট নেই। সব মিলিয়ে গাজার পরিস্থিতি আইএসের বিরুদ্ধে যুদ্ধের চেয়েও বেশি ভয়াবহ। হামাসকে নির্মূল করা অনেক বেশি কষ্টসাধ্য। 

নেতানিয়াহুর হুঁশিয়ারি

রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধকালীন মন্ত্রীসভার বৈঠক শেষে হামাসকে নির্মূল করার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেছেন। নেতানিয়াহু বলেছেন, আমাদের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। আমাদের লক্ষ্যগুলো হলো, হামাসকে নির্মূল করা। সব জিম্মিকে উদ্ধার করা। গাজা আমাদের জন্য হুমকি নয়, এ বিষয়টি নিশ্চিত করা। আমাদের শত্রু ও মিত্র সবার জন্যই আমরা এসব কথা বলছি। ইহা আমাদের দায়িত্ব ও দায়বদ্ধতা।

যুদ্ধবন্ধের আহ্বান

জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ যুদ্ধবন্ধের জন্য ফের আহ্বান জানিয়েছেন। রবিবার জর্ডানের রাজধানী আম্মানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

জর্ডানের রাজপ্রাসাদের এক বিবৃতিতে বলা হয়, গাজায় যুদ্ধ বন্ধ করার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যুক্তরাষ্ট্র। গাজায় সাধারণ মানুষের প্রাণহানি কমাতে ও ত্রাণ সরবরাহ অব্যাহত রাখতে দ্রুত যুদ্ধ বন্ধের উদ্যোগ নিতে হবে যুক্তরাষ্ট্রকে। 

যুক্তরাষ্ট্রের উদ্বেগ

৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে বর্তমানে চতুর্থ সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শুক্রবার (৫ জানুয়ারি) তুরস্ক দিয়ে মধ্যপ্রাচ্য সফর শুরু করেন ব্লিঙ্কেন। ইতোমধ্যে তিনি কয়েকটি দেশ সফর করেছেন। মঙ্গলবার কাতারের দোহা থেকে তার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। এরপর তিনি ইসরায়েল সফর করবেন। 

রবিবার জর্ডানে ব্লিঙ্কেন বলেন, লেবানন সীমান্ত ফুঁসছে। যে কোনো মুহুর্তে সেখানে পূর্ণ যুদ্ধ শুরু হতে পারে। এমনটি হলে সবকিছু নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে। 

নিহত ২৩ হাজার ছাড়াল

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে শিশু ৯ হাজার ৬০০। নারী প্রায় ৮ হাজার। নিখোঁজ ৮ হাজারের বেশি। আহত ৬০ হাজারের বেশি।