বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন পরবর্তী সহিংশতা রোধে সক্রিয় নারায়ণগঞ্জ র‌্যাব

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ২ জানুয়ারি ২০১৯ বুধবার

একাদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা উল্লেখ করে আগামী দিনেও র‌্যাবের কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন র‌্যাব-১১-এর সিও কমান্ডার রাসেল আহমেদ কবির। মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহিদ মিনারে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

রাসেল আহমেদ বলেন, নির্বাচনের পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের যে ডেপ্লোয়মেন্ট ছিল যেন কোনো ধরনের সহিংস না হয় সেজন্য বিগত ২৬ তারিখ থেকে ২ জানুয়ারি পর্যন্ত আমাদের পেট্রোল চলছে। এর মধ্যে দিয়ে নির্বাচন পরবর্তী সহিংসতা কঠোর হস্তে দমন করা হবে।

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচন যথেষ্ট শান্তি-শৃঙ্খলার মধ্যে সুষ্ঠু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ছোটখাটো বিশৃঙ্খলা দেশের অন্য কোনো জেলাতে হলে র‌্যাব-১১ এর কারণে নারায়ণগঞ্জ জেলাতে কোনো ধরনের জনবিশৃঙ্খলতা, অপ্রীতিকর ও অস্থিতিশীল ঘটনা ঘটেনি।

আমরা আশা করব সুষ্ঠু নির্বাচনের পর কোনো মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করে। তাদের জন্য আমাদের মহড়া চলবে। র‌্যাব সবসময় আপনাদের পাশে থাকবে। ২ জানুয়ারি পর্যন্ত আমাদের নির্বাচনকালীন দায়িত্ব থাকলেও যখন প্রয়োজন আমাদের র‌্যাবের ডিপ্লোয়মেন্ট অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাব-১১ এর সিও কমান্ডার রাসেল আহমেদ।