সোমবার   ২৫ আগস্ট ২০২৫   ভাদ্র ১০ ১৪৩২   ০১ রবিউল আউয়াল ১৪৪৭

টেক্সাসের বিরুদ্ধে মামলার হুমকি বাইডেনের

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:৪৩ এএম, ৬ জানুয়ারি ২০২৪ শনিবার


আজকাল রিপোর্ট
বাইডেন প্রশাসন চলতি সপ্তাহে টেক্সাসকে সতর্ক করে দিয়ে বলেছে, এসবি ৪ নামে পরিচিত কঠোর অভিবাসন আইন বাস্তবায়ন করলে তারা স্টেটটির বিরুদ্ধে মামলা দায়ের করবে। টেক্সাসে এই আইনটি বাস্তবায়ন করা হলে টেক্সাস স্টেট ও এর স্থানীয় আইন প্রয়োগকারী কর্মকর্তারা অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করা অভিবাসীদের গ্রেফতার, জেল, বিচার ও নির্বাসিত করার ক্ষমতা পাবেন।
গত ২৮ ডিসেম্বর গভর্নর গ্রেগ অ্যাবোটকে পাঠানো জাস্টিস ডিপার্টমেন্টের এক চিঠিতে বলা হয়, টেক্সাস যদি ৩ জানুয়ারির মধ্যে ফেডারেল কর্মকর্তাদের আশ্বস্ত না করে যে, পরিকল্পনা অনুযায়ী মার্চ থেকে এই আইন প্রয়োগ করা থেকে তারা বিরত থাকবে, তাহলে এসবি ৪-এর বিরুদ্ধে মামলা করা হবে।
প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ব্রায়ান বয়নটন অ্যাবটকে লেখা চিঠিতে বলেছেন, ‘যেহেতু এসবি ৪ অসাংবিধানিক এবং ফেডারেল সরকারের কার্যক্রমের সাথে সাংঘর্ষিক, তাই আমরা টেক্সাসকে এর প্রয়োগে সহনশীল হওয়ার অনুরোধ করছি।’
বয়নটন সতর্ক করে বলেন, ‘টেক্সাস যদি বাইডেন প্রশাসনের দাবি না মানে, তবে আমেরিকা এসবি ৪ প্রয়োগের আদেশ দেয়ার জন্য মামলা করবে।’
অভিবাসন ইস্যুতে প্রেসিডেন্ট বাইডেনকে চ্যালেঞ্জ জানানোর জন্য টেক্সাসের সর্বশেষ প্রয়াস হচ্ছে এই এসবি ৪। অ্যাবোটের অধীনে টেক্সাস হাজার হাজার অভিবাসীকে নিউইয়র্ক সিটি, শিকাগো এবং অন্যান্য ডেমোক্র্যাটিক নেতৃত্বাধীন শহরগুলোতে নিয়ে গেছে।
নতুন আইনের অধীনে মেক্সিকো থেকে বেআইনিভাবে টেক্সাসে প্রবেশ করার অপরাধে ১৮০ দিন পর্যন্ত জেল ও ২ হাজার ডলার পর্যন্ত  জরিমানা হতে পারে।
টেক্সাসে অবৈধভাবে পুনপ্রবেশ করলে এটিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে ১০ বা ২০ বছর পর্যন্ড কারাদন্ড দেয়ার বিধান রাখা হয়েছে।