মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১০ ১৪৩২   ০২ রবিউল আউয়াল ১৪৪৭

১২ হাজার ডলার পাবে ৩ সন্তানের পরিবার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:২৮ এএম, ৬ জানুয়ারি ২০২৪ শনিবার

এ মাসেই ট্যাক্স ফাইলিং শুরু

আজকাল রিপোর্ট -
জানুয়ারির শেষ সপ্তাহে ট্যাক্স ফাইলিং শুরু হচ্ছে। ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) আভাস দিয়ে বলেছে, ২২, ২৩ অথবা ২৪ জানুয়ারি নাগাদ ২০২৩ সালের জন্য ট্যাক্স ফাইলিং শুরু করা যাবে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসছে শিগগিরই। কোটি কোটি আমেরিকান তাদের ইনকাম ট্যাক্স ফাইলের জন্য অপেক্ষা করছেন। প্রতি বছর এ সময় তারা ট্যাক্স রিটার্ন পেয়ে থাকেন। বিশেষ করে মধ্যবিত্ত ও নি¤œ মধ্যবিত্তরা ব্যাকুল প্রতীক্ষায় থাকেন কত ডলার ফেরত পাবেন তা জানতে। অনেকে ট্যাক্স ফাইল করার আগেই হিসেব নিকেষ করতে থাকেন। সম্ভাব্য রিটার্নের অর্থ নিয়ে অনেকেই ভবিষ্যৎ পরিকল্পনা শুরু করে দেন। সন্তানসহ যারা যৌথভাবে ট্যাক্স ফাইল করেন তাদের প্রত্যাশা থাকে চাইল্ড ক্রেডিট হিসেবে মোটা একটি অংকের।
এ বছর ১৭ বছরের নিচের প্রত্যেক চাইল্ডের জন্য ২ হাজার ডলার করে ক্রেডিট পাওয়া যাবে। যাদের ৩ জন সন্তান রয়েছে তারা আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট পাবেন ৭,৪৩০ ডলার। এতে ৩ সন্তানসহ ৫ সদস্যের একটি পরিবার সর্বোচ্চ ১২,২৩০ ডলার রিফান্ড পেতে পারেন। ২ শিশু সন্তান যাদের তারা পাবেন ১০,২৩০ ডলার। যাদের শিশু সন্তান নেই তারাও ৬০০ ডলার আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট পেতে পারেন।
চিশতি একাউন্টিং এন্ড ট্যাক্স সার্ভিসের কর্ণধার মোহাম্মদ চিশতি আজকালকে বলেন, অনেক বাংলাদেশি এই ট্যাক্স সিজনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। বছরের শুরুতেই তারা একটি ভালো এমাউন্ট পান ট্যাক্স রিফান্ড হিসেবে। যাদের একাধিক সন্তান রয়েছে তাদের প্রাপ্তি আরও বেশি। তিনি বলেন, সিঙ্গেল ফাদার, মাদার বা যৌথভাবে ট্যাক্স ফাইল করলে তারা প্রতি সন্তানের জন্য ২ হাজার ডলার করে চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন। তবে একক ট্যাক্স ফাইলে সর্বোচ্চ ২ লাখ ও যৌথ ফাইল করলে সর্বোচ্চ ইনকাম ৪ লাখ ডলারের নীচে থাকতে হবে। সিপিএ চিশতি বলেন, প্রফেশনাল ট্যাক্স ফাইলার দিয়ে ট্যাক্স ফাইল করা উচিৎ। যারা সার্বক্ষণিক এই পেশার সাথে জড়িত তাদের দিয়ে ট্যাক্স ফাইল করানো বাঞ্ছনীয়। এতে সারা বছরই তারা সেবা পাবেন। অনেকে ৩ মাসের জন্য ট্যাক্স ফাইলের অফিস খুলে বসেন। এতে একজন কাস্টমার পরে কোন ঝামেলায় পড়লে তাদের খুঁজে পাওয়া যায় না। চিশতে বলেন, তাড়াহুড়ার কিছু নেই। সকল কাগজপত্র সংগ্রহ করেই ট্যাক্স ফাইল করা উচিত। কোন কারণে আইআরএস এর অডিটে পড়লে এইসব ডকুমেন্টস ঝামেলা মোকাবেলায় সহায়তা করে। আর ট্যাক্স ফাইল চলে ১৫ এপ্রিল পর্যন্ত। অনেক সময় আইআরএস ট্যাক্স ফাইলের সময়সীমা বাড়িয়েও দেয়। তাই সময় নিয়ে সবাইকে ট্যাক্স ফাইল করা উচিৎ হবে বলে তিনি জানান।