মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১০ ১৪৩২   ০২ রবিউল আউয়াল ১৪৪৭

যুক্তরাষ্ট্রের অভিমুখে লাখো শরণার্থী

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:৫৮ এএম, ৩০ ডিসেম্বর ২০২৩ শনিবার


আজকাল রিপোর্ট
বিপুল সংখ্যক অভিবাসী প্রবেশের হুমকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশী লাখ লাখ মানুষ মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে ছুটছেন। অভিবাসী এই কাফেলাকে রুখতে মার্কিন সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে।
এ যেন যুদ্ধ ক্ষেত্র। কলম্বিয়া ও পানামার মধ্যবর্তী দারিয়েন জঙ্গল এখন অভিবাসীদের মহাসড়ক। মেক্সিকোর ভেতরও ঢুকে পড়েছে অভিবাসী কাফেলা। যুক্তরাষ্ট্রে প্রবেশের পথে এসব অভিবাসীরা শিশুদের নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। কেউ বাচ্চাদের নিয়ে ট্রলি টানছেন, কেউ কাঁধে মেয়েকে নিয়ে হাঁটছেন মাইলের পর মাইল। অভিবাসী এই কাফেলাকে পাহারা দিচ্ছেন মেক্সিকান গার্ডরা।
অভিবাসন প্রত্যাশী এসব মানুষের বেশিরভাগই ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক। এদের মধ্যে ভেনিজুয়েলার নাগরিকই দুই-তৃতীয়াংশ। তাদের কারও সন্তান আগেই যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছে। এখন তারাও প্রবেশ করতে চান মার্কিন মুলুকে। তবে এই কাফেলায় সিরিয়া, ইরাক-সহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু দেশের দেশের বাসিন্দারাও রয়েছেন।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং হোমল্যান্ড সিকিউরিটি প্রধান আলেজান্দ্রো মায়োরকাস সহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা বুধবার মেক্সিকো সফর করেছেন। ইতোমধ্যে ল্যাটিন আমেরিকার দেশ থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ঠেকাতে ব্যবস্থা নিয়েছে মেক্সিকো সীমান্তবর্তী টেক্সাস অঙ্গরাজ্য। যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্যের গর্ভনর গ্রেগ অ্যাবট অবৈধভাবে মার্কিন-মেক্সিকো সীমান্ত অতিক্রম করার সময় সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতারের অনুমতি দিয়ে সোমবার একটি আইনে স্বাক্ষর করেছেন। এসবি ফোর নামে পরিচিত এই আইনে অবৈধভাবে অনুপ্রবেশের শাস্তি ৬ মাস থেখে শুরু করে ২০ বছর পর্যন্ত কারাদন্ডের বিধান রাখা হয়েছে। এজন্য মেক্সিকোকে সীমানা প্রাচীর নির্মাণ ও অন্যান্য কাজের জন্য দেড় বিলিয়ন মার্কিন ডলার সহায়তাও দেওয়া হচ্ছে।