জানুয়ারিতে চিঠি
বকেয়া ট্যাক্স আদায় করবে আইআরএস
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৭:৫৪ এএম, ৩০ ডিসেম্বর ২০২৩ শনিবার

আজকাল রিপোর্ট
বছরের শুরুতেই লাখ লাখ আমেরিকান বকেয়া ট্যাক্স প্রদানের চিঠি পেতে শুরু করবেন। ২০২০ সালে করোনা আক্রমণের পর ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) বকেয়া ট্যাক্স আদায় অস্থায়ীভাবে বন্ধ রেখেছিল। ২০২৪ সালের জানুয়ারির প্রথম থেকেই তারা বকেয়া ট্যাক্স আদায়ে চিঠি ছাড়া শুরু করবে। আইআরএস এর তথ্যানুসারে জনগণের কাছে ফেডারেল সরকারের এই পাওনার পরিমাণ প্রায় ৬০ বিলিয়ন ডলার।
ট্যাক্স বিশেষজ্ঞরা বলছেন, এই চিঠিতে নির্দিষ্ট একটা মেয়াদের মধ্যে বকেয়া ট্যাক্স প্রদানের নির্দেশনা থাকবে। এই সময়ের মধ্যে পরিশোধ না করলে ‘ফেডারেল সরকারের পাওনা’ খেলাপীর ব্যাংক একাউন্ট, পে চেক, বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে লাইনআপ হবে। আইআরএস সরাসরি তা কালেক্ট শুরু করবে। নিউজার্সির একটি ট্যাক্স ফার্মের কর্ণধার ডানিয়েল গিবসন বলেছেন, অনেকেই আইআরএস এর চিঠি দেখলে খুলতে চান না। এভাবে অবহেলা করলে একদিন দেখবেন আপনার একাউন্টে কোন অর্থ নেই। ট্রেজারি ডিপার্টমেন্টের নামে অর্থ নিয়ে নেয়া হয়েছে।
এদিকে ২০২০ সালের পর থেকে এসবি লোন ও পিপিপি লোন কেলেংকারিতে অসাধু ব্যবসায়ীদের পেছনে ছুটছে আইআরএস। গত ২১ ডিসেম্বর একটি কর্মসূচি চালু করেছে। এর আওতায় যারা ভূলবশত কিংবা নিয়ম বর্হিভূত ভাবে সরকারেরর আর্থিক সুবিধা নিয়েছে তারা স্বেচ্ছায় তা পরিশোধ করতে পারবেন। স্বেচ্ছায় পরিশোধ করলে জরিমানা মওকুফসহ সুদ প্রদানে বিশেষ ছাড় দেবে আইআরএস।