বুধবার   ২৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১২ ১৪৩২   ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিখ নেতা হত্যা ষড়যন্ত্র

হোয়াইট হাইসের ‘গোপন ব্রিফিং’

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০৬ এএম, ২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার


 
আজকাল রিপোর্ট-
মার্কিন কংগ্রেসের পাঁচজন ভারতীয় বংশোদ্ভূত সদস্যকে এক ‘গোপন ব্রিফিং’ করেছে বাইডেন প্রশাসন। এক মার্কিন নাগরিককে যুক্তরাষ্ট্রের মাটিতেই হত্যার ষড়যন্ত্রে এক ভারতীয় অফিসারের জড়িত থাকার বিষয় নিয়েই ওই ‘গোপন ব্রিফিং’ হয়েছে বলে জানা গেছে।
‘ব্রিফিং’-এর পরে এক যৌথ বিবৃতি দিয়ে ওই পাঁচজন কংগ্রেস সদস্য জানিয়েছেন, যে অভিযোগ আনা হয়েছে, তা উদ্বেগজনক এবং বিষয়টির যদি সমাধান না করা হয় তবে মার্কিন-ভারত সম্পর্কের ‘উল্লেখযোগ্য ক্ষতি’ হতে পারে।
গত মাসে মার্কিন অ্যাটর্নি জেনারেলের দপ্তর নিউইয়র্কের এক আদালতে যে অভিযোগপত্র জমা দেয়, তা অনুযায়ী নিখিল গুপ্তা নামে এক ভারতীয় নাগরিক ও এক নাম উল্লেখ না-করা ভারতীয় অফিসার যুক্তরাষ্ট্রের এক নাগরিককে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। মি. গুপ্তাকে চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তার করা হয়েছে।
কথিত ষড়যন্ত্রে যে মার্কিন নাগরিককে হত্যার ষড়যন্ত্র হয়েছিল বলে দাবি করা হয়েছে, অভিযোগপত্রে তার নাম করা হয়নি।