বুধবার   ২৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১২ ১৪৩২   ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

বিপর্যয়ের মুখে হোম কেয়ার ব্যবসা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০২ এএম, ২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার

২৭০টি প্রতিষ্ঠানকে বন্ধের নোটিশ : লিড এফআই বাতিলে স্টেট এসেম্বলিতে বিল

   
আজকাল রিপোর্ট -
ব্যবসা বন্ধের জন্য ২৭০টি হোম কেয়ার প্রতিষ্ঠানকে দেয়া স্টেট হেলথ ডিপার্টমেন্টের চিঠিতে সঠিক নীতিমালা ও গাইড লাইন অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। ব্যবসা বন্ধের এই নির্দেশের বিরুদ্ধে বেশ কয়েকজন ব্যবসায়ী আপিল করেছেন। হেলথ ডিপার্টমেন্টের এই কার্যক্রমে এক অস্থিরতা সৃষ্টি হয়েছে হোম কেয়ার ব্যবসায়ীদের মধ্যে। জানুয়ারিতেই এই ব্যবসায় একটা বিপর্যয় আসতে পারে বলে তারা শংকা প্রকাশ করেছেন।  
স্টেট থেকে ২৭০টি হোম কেয়ার প্রতিষ্ঠানকে ব্যবসা বন্ধের যে চিঠি দেয়া হয়েছে তাতে তাদেরকে ব্যবসা বন্ধ নয়তো লিড এফআই সার্টিফিকেট প্রাপ্ত প্রতিষ্ঠানের সাথে একীভূত হয়ে ব্যবসা পরিচালনা করতে বলা হয়েছে। এদিকে লিড এফআই সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে স্টেট হেলথ ডিপার্টমেন্ট সঠিক নীতিমালা ও গাইড লাইন অনুসরণ করছে না বলে অভিযোগ উঠেছে। তা নিয়ে বেশ কয়েকজন ব্যবসায়ী আপিল করেছেন। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন নিউইয়র্ক স্টেটের আইন প্রণেতারা। তারা মনে করছেন, স্বাস্থ্য বিভাগের এই কার্যক্রমে ছোট ছোট হোম কেয়ার ব্যবসায়ীরা পথে বসবেন। বিশেষ করে মাইনরিটি বা এথনিক সম্প্রদায়ের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন বেশি। এই সেবা ও ব্যবসা চলে যাবে করপোরেট ব্যবসায়ীদের হাতে। ছোট ব্যবসায়ীদের এই কর্পোরেটগুলির অনুগ্রহভাজন হয়ে তাদের সাথে একাত্ম হয়ে ব্যবসা করতে হবে। বন্ধ হওয়ার উপক্রম এই ২৭০টি প্রতিষ্ঠানে প্রায় ৪০ হাজার সিনিয়র সিটিজেন তালিকাভূক্ত। তাদের সেবাপ্রাপ্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইন প্রণেতারা। তারা বিভিন্ন পর্যায়ের মেডিকেইড সুবিধাও পেয়ে থাকেন। তাদের ভাষাগত ও যোগাযোগ সমস্যায় কমিউনিটি এই ছোট প্রতিষ্ঠানগুলি  দক্ষতার সাথে সেবা প্রদান করে থাকে।
নিউইয়র্ক স্টেট আইনপ্রণেতারা ছোট ও মাঝারি ধরনের হোম কেয়ার প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছেন। বৈষম্যমূলকভাবে কমিউনিটি হোম কেয়ারগুলো বন্ধের বিরুদ্ধে স্টেট এসেম্বলিতে বিল এনেছেন ডিস্ট্রিক্ট ৯০ এর এসেম্বলিম্যান নাদের শেইগ। তাকে সহায়তা দিচ্ছেন এসেম্বলিম্যান (ডিস্ট্রিক্ট ২৮) এন্ড্রু হাভেসী। গত ১২ ডিসেম্বর ওয়েস্টচেস্টার কাউন্টির ইয়ংকার্সে সিডিপ্যাপ নিউইয়র্ক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে এসেম্বলিম্যান নাদের ও হাভেসী উপস্থিত ছিলেন। তারা বলেন, বৈষম্যমূলক ও করপোরেট ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট লিড এফআই প্রক্রিয়া বন্ধ করতে আলবেনিকে বাধ্য করা হবে।
উল্লেখ্য গেল বছর নিউইয়র্ক স্টেট লিড এফআই পেয়েছে ১৬০টি প্রতিষ্ঠান। কিন্তু তালিকা বহির্ভূত রয়েছে আরো অন্তত ৫ শতাধিক প্রতিষ্ঠান। বাংলাদেশি মালিকানাধীন মাত্র তিনটি হোমকেয়ার প্রতিষ্ঠান এই সার্টিফিকেট পেয়েছেন। এমতাবস্থায় হোমকেয়ার ব্যবসায় জড়িত বিশাল বাংলাদেশি কমিউনিটি সংকটে পড়বে হবে বলে অনেকেই ধারণা করছেন।