বুধবার   ২৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১২ ১৪৩২   ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

ইসরাইলি হামলায় ক্ষোভ বাড়ছে

৫৬ শতাংশ মার্কিনী যুদ্ধবিরতির পক্ষে

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩১ এএম, ২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার


আজকাল রিপোর্ট
ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদে এখন মুখর আমেরিকানরা। যুক্তরাষ্ট্রে ইসরাইলের বিরুদ্ধে ক্ষোভ ক্রমেই বাড়ছে। বিভিন্ন সংগঠন প্যালেস্টাইনে ইসরাইলের মানবাতা বিরোধী কর্মকান্ডের জন্য ইসরাইলকে বয়কটের আহবান জানিয়েছে। ইতোমধ্যে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে ইসরাইলী পণ্য বর্জনের আহবান জানানো হয়েছে। সবার দাবি একটাই, প্যালেস্টাইনে মানুষ হত্যা বন্ধ করতে হবে। উদ্যোগ নিতে হবে ফিলিস্তিনিদের স্বাধীনভাবে বসবাসের জন্য প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার।
যুক্তরাষ্ট্রের ‘লিগাল এইড ইউনিয়ন’ নামের সংগঠন ইসরাইলকে ‘অর্থনৈতিকভাবে বর্জন’-এর আহবান জানিয়েছে। গত ১৯ ডিসেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত সংগঠনের সভায় ১০৬৭-৫৭০ ভোটে তাদের এ সম্পর্কিত একটি প্রস্তাব পাশ হয়। সংগঠনটি লিগ্যাল এইড এটর্নি নিয়ে গঠিত ও লোকাল ইউনিয়ন ২৩২৫ এর অন্তর্ভুক্ত। প্যালেস্টাইনি ভূখন্ড, দেশটির আকাশ ও নৌপথ এখন ইসরাইলী সৈন্যদের দখলে। সংগঠনের রেজুলেশনে বলা হয়, প্যালেস্টাইনে মানবতা ভূলুন্ঠিত। জাতিসংঘের যুদ্ধ বন্ধের আহবান তারা তোয়াক্কা করছে না। ইসরাইল প্রশ্নে প্রেসিডেন্ট বাইডেনের ভূমিকারও তীব্র সমালোচনা করেছে সংগঠনটি।
আলবেনী থেকে প্রকাশিত ‘ক্যাপিটাল জার্নাল’ এক জরিপে দেখিয়েছে, শতকরা ৫৬ ভাগ আমেরিকান প্যালেস্টাইনে যুদ্ধবিরতির পক্ষে। পত্রিকাটির সম্পাদীয়তে বলা হয়েছে. ‘এনাফ ইজ এনাফ। বাইডেনকে অবশ্যই এখন যুদ্ধের রশি টেনে ধরতে হবে’।
গত মঙ্গলবার ম্যানহাটানের ইউনিয়ন স্কয়্যারে প্যালেস্টাইনিদের সমর্থনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ দিনই কুইন্সের লং আইল্যান্ড সিটিতে হাজারেরও বেশি নিউইয়র্কার প্যালেস্টাইনে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘ইন্তেফাদা রেজুলেশন’ বাস্তবায়নই ইসরাইল-প্যালেস্টাইন সমস্যার সমাধান। বিক্ষোভকারীরা এই অসম যুদ্ধের জন্য প্রেসিডেন্ট বাইডেনকে দায়ী করেন। মিছিলটি কুইন্স বরো ব্রিজের ওপর দিয়ে ম্যানহাটানে গিয়ে ইউনিয়ন স্কয়ারের সমাবেশে যোগ দেয়।