বুধবার   ০৫ নভেম্বর ২০২৫   কার্তিক ২১ ১৪৩২   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

ক্যানসারে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা ম্যাকক্যাফ্রি

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১১:২০ এএম, ২০ ডিসেম্বর ২০২৩ বুধবার

জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজি ‘ম্যাক্স পেনে’ কণ্ঠ দেয়া জনপ্রিয় আমেরিকান অভিনেতা জেমস ম্যাকক্যাফ্রি মারা গেছেন। তিনি জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজিতে ম্যাক্স পেনের জন্য কণ্ঠ দেয়ার জন্য বেশ পরিচিত ছিলেন।

আমেরিকার ক্যলিফনিয়া রাজ্যের দ্য মার্কারি নিউজ জনিয়েছে, ৬৫ বছর বয়সী এই অভিনেতা ‘রেসকিউ মি’ সহ বিভিন্ন টেলিভিশন শোতেও অভিনয় করেছেন। ম্যাকক্যাফ্রির প্রতিভা এজেন্ট ডেভিড এলিয়ট জানিয়েছে স্থানীয় সময় সোমবার (১৮ ডিসেম্বর) নিশ্চিত করেছেন যে নিউইয়র্কের বসবাসরত অবস্থায় রোববার (১৭ ডিসেম্বর) তিনি মারা গেছেন।

তার স্ত্রী, অভিনেতা রোচেল বোস্ট্রম গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি ম্যানহাটনের নিউইয়র্ক শহরতলির লার্চমন্টের বাড়িতে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারের (মায়লোমা যা শ্বেত রক্তকণিকাকে প্রভাবিত) সঙ্গে লড়াই করছিলেন।

নিউইয়র্কের সহকর্মী, অভিনেতা এবং ভক্তরা ‘এনটুরেজ’ তারকা কেভিন ডিলন ম্যাকক্যাফ্রিকে সম্মান জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট করেছেন। ম্যাকক্যাফ্রি টেলিভিশন এবং চলচ্চিত্র জগতে ৩৫ বছর ধরে কাজ করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য টেলিভিশন শো ছিল, ‘ব্লু ব্লাডস’ এবং ‘স্যুটস’।